1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিপুরায় পিকে-র কর্মীরা হোটেলবন্দি, যাচ্ছেন অভিষেক

২৯ জুলাই ২০২১

সমীক্ষা করতে ত্রিপুরা গিয়েছিলেন পিকে-র সংস্থার কর্মীরা। তাদের হোটেলবন্দি করে রাখা হয়েছে। যাচ্ছেন অভিষেক, ডেরেক ও কাকলি।

https://p.dw.com/p/3yDoN
প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের কর্মীদের হোটেলবন্দি করা নিয়ে বিতর্ক ত্রিপুরাতে। ছবি: Hindustan Times/Imago Images

পশ্চিমবঙ্গের পর এবার ত্রিপুরায় প্রভাব বিস্তার করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সেখানেও তাদের হয়ে জমি তৈরি ও সমীক্ষার কাজ করছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর বা পিকে। তার সংস্থা আইপ্যাকের ২৩ জন প্রতিনিধি সেই কাজে ত্রিপুরা গেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কেন্দ্র বনমালীপুরে গেলে তাদের হোটেলে বন্দি করে রাখা হয় বলে জানিয়েছে তৃণমূল ও আইপ্যাক। তবে ত্রিপুরা পুলিশের দাবি, করোনার কারণে তাদের কোয়ারান্টিনে রাখা হয়েছে। তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে। 

পশ্চিম ত্রিপুরা জেলার এসপি মানিক দাস বলেছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ২০-২২ জন উডল্যান্ড পার্ক হোটেলে উঠেছেন। গত এক সপ্তাহ ধরে তারা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, অনেক মানুষের সঙ্গে মিশেছেন। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। প্রটোকল অনুযায়ী তারা হোটেলেই আছেন। করোনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তাদের সেখানেই থাকতে হবে। এক-দুই দিনের মধ্যে পরীক্ষার ফল এসে যাবে বলে তিনি জানিয়েছেন। সেই ফলাফলের উপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে। হোটেলের লবি ও বাইরে পুলিশ বসে আছে। আইপ্যাকের টিমের কাউকে বের হতে দেয়া হচ্ছে না।

এরপরই মমতা একের পর এক তৃণমূল নেতাকে ত্রিপুরা পাঠাচ্ছেন। বুধবার গেছেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও মলয় ঘটক এবং শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার যাচ্ছেন দুই সাংসদ ডেরেক ওব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদার। শুক্রবার যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল মনে করছে, আইপ্যাকের কর্মীদের অন্যায়ভাবে হোটেলে বন্দি করা হয়েছে। তার প্রতিবাদ তারা ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে করবেন। সেজন্য মন্ত্রী, সাংসদদের সেখানে পাঠানো হচ্ছে। তারা সেখানে তৃণমূলের প্রচারের একটা সুযোগও পেয়ে যাচ্ছেন। তৃণমূলের ত্রিপুরার কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভও দেখিয়েছেন।

জিএইচ/এসজি(পিটিআই, ইন্ডিয়া টুডে)