তিস্তার আরো পানি নিতে পশ্চিমঙ্গে দুটি খাল খননের উদ্যোগ
৬ মার্চ ২০২৩ভারতীয় এ সংবাদমাধ্যমের খবরে আরো জানানো হয়, পানি সরিয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কোচ বিহারের আরো কৃষিজমি সেচের আওতায় আনা হবে৷
খবরে বলা হয়েছে, শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে জলপাইগুড়ি জেলা প্রশাসন প্রায় এক হাজার একর জমি সেচ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে৷ এই জমি তিস্তার বাম তীরে দুটি খাল খননের কাজে ব্যবহার করা হবে৷ এ ছাড়া জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে প্রবাহিত আরেকটি নদী জলঢাকা থেকে পানি সেচের জন্য খালের দিকে প্রবাহিত করা হবে৷
বাংলাদেশ ও ভারতীয় বিশ্লেষকরা বলছেন, এর ফলে বাংলাদেশে তিস্তার পানি-প্রবাহ আরো কমে যাবে৷ তারা আরো মনে করেন, ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে৷ দুই দেশের সম্পর্কে এর নেতিবাচক প্রভাব পড়বে৷
দ্য ডেইলি টেলিগ্রাফের খবরে প্রকাশ, তিস্তা ও জলঢাকা থেকে পানি নেয়ার জন্য কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা পর্যন্ত ৩২ কিলোমিটার খাল খনন করা হবে৷ তিস্তার বাম তীরে ১৫ কিলোমিটর দৈর্ঘের আরেকটি খাল খনন করা হবে৷ এর ফলে সেখানকার প্রায় এক লাখ কৃষক সেচের সুবিধা পাবেন৷
জলপাইগুড়ি জেলার জলডোবায় তিস্তা ব্যারাজ প্রকল্পটি ১৯৭৫ সালে ভারতের উত্তরাঞ্চলের ৯.২২ লাখ হেক্টর কৃষিজমিতে সেচ দেওয়ার পরিকল্পনা নিয়ে চালু করা হয়েছিল৷ পরিকল্পনা ছিল তিস্তা থেকে নদীর দুই তীরের খালের মাধ্যমে পানি পাঠানোর৷ পথে খালগুলো সেই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত অন্যান্য নদী থেকেও পানি পাবে৷ প্রকল্পটির মাধ্যমে এখন ১.০৪ লাখ হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে৷ পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী শুক্রবার বলেছেন, ‘‘জলপাইগুড়ি জেলা প্রশাসন খাল খননের জন্য আমাদের কাছে এক হাজার একর জায়গা হস্তান্তর করেছে৷ কেন্দ্রীয় সরকার (২০০৯ সালে) এটিকে একটি জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু তহবিল সরবরাহ করেনি৷ তহবিল না পেলেও আমরা পর্যায়ক্রমে কাজ (খালের নেটওয়ার্ক তৈরি) শেষ করার চেষ্টা করবো৷’’
২০ বছরেরও বেশি সময় পর তিন্তা ব্যারাজ প্রকল্পের অধীনে নতুন খাল খনন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধাস্ত বাংলাদেশের জন্য আরো বেশি ক্ষতির কারণ হবে৷ ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে নয়াদিল্লি ও ঢাকা তিস্তার পানি ভাগাভাগির জন্য চুক্তি করতে পারেনি৷
বাংলাদেশের জলবায়ু ও নদী বিষেজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা তাদের ৬০ বছর আগের পরিকল্পনা৷ সেটাই তারা বাস্তবায়ন করছে৷ এর ফলে আমরা পানির অভাবে আরো মরবো৷ তারা যত পানি তুলবে আমাদের তত ক্ষতি হবে৷ এখন আমাদের কান্নাকাটি করা ছাড়া আর কি উপায় আছে? আমাদের কী করার আছে? যা করার সরকারকে করতে হবে৷’’
তার কথা, ‘‘তিস্তার পানিবণ্টন নিয়ে দুদেশের মধ্যে বর্তমানে যে দ্বন্দ্ব আছে তার মধ্যে ভারতের এই প্রকল্প অনেকটা আগুনে ঘি দেওয়ার মতো অবস্থার সৃষ্টি করবে৷ এখন কতগুলো প্রশ্ন আছে৷ প্রথম প্রশ্ন কোন সময় তারা পানি প্রত্যাহার করবে? শুকনো মৌসুমে তারা পুরো পানি প্রত্যাহার করলে সেই পানি নেওয়ার প্রশ্ন আসে না, কারণ পানি তো শুকনো মৌসুমে নেই! দ্বিতীয় প্রশ্ন, তিস্তা অববাহিকায় বাংলাদেশ ও ভারতের যে দুটি ব্যারেজ প্রকল্প আছে, সেখানে পানির চাহিদা সবচেয়ে বেশি সেপ্টেম্বর-অক্টোবর মাসে৷ তখন নদীতে কিছুটা পানি আসে, বাংলাদেশও কিছুটা পানি পায়৷ ভারত তার প্রকল্পের জন্য পুরো পানি প্রত্যাহার করার পরে তলানিটুকু বাংলাদেশ পায়৷ এখন সেই তলানি থেকে ভারত যদি আরো পানি প্রত্যাহার করে, তাহলে বাংলাদেশের আমন মৌসুমে মারাত্মক ক্ষতি হবে৷ রংপুর, বগুড়া, জয়পুরহাট, অর্থাৎ তিস্তা প্রকল্পের এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে৷ মহানন্দা অববাহিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে৷’’
শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের একজন শিক্ষক দ্য টেলিগ্রাফকে বলেছেন, ‘‘এখন যখন সরকার সেচ নেটওয়ার্ক বাড়ানোর পরিকল্পনা করছে, এটা স্পষ্ট যে তিস্তা থেকে আরো বেশি পানি নতুন খালের মাধ্যমে প্রবাহিত হবে৷ এর মানে হলো, শুকনো মৌসুমে বাংলাদেশের জন্য কম পানি পাওয়া যাবে৷’’
আর ভারতের পরিবেশবিদ ডক্টর দীপায়ন দে ডয়চে ভেলেকে বলেন ‘‘যে কোনো নদীতে একটি নির্দিষ্ট মাত্রার জল ধরে রাখতে হয়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘এনভায়রনমেন্টাল ফ্লো'৷ একাধিক বাঁধের কারণে তিস্তার জল এমনিতেই তার নীচ দিয়ে বইছে৷ আবার দুইটি খাল তৈরি হলে জলস্তর আরো নীচে নেমে যাবে৷ কারণ, তিস্তার স্বাভাবিক গতি রুদ্ধ করে ওই খাল কাটা হবে৷ এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে এবং তিস্তার অবস্থা আরো খারাপ হবে৷’’
দীপায়ন জানাচ্ছেন, পাকিস্তানের সঙ্গে ভারত সিন্ধু নদীর জল ভাগ করে নেয়, সেক্ষেত্রে ভারতের পলিসি একরকম, কিন্তু তিস্তার জলবণ্টনের ক্ষেত্রে ভারতের পলিসি ঠিক উল্টো৷ এর জন্য আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কথা শুনতে হয়৷ নতুন দুটি খাল তৈরি হলে বাংলাদেশ আরো কম তিস্তার জল পাবে৷ এতে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান আরো খারাপ হবে৷ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে৷’’
বাংলাদেশের পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ইমামুল হক এ প্রসঙ্গে বলেন, ‘‘আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত এটা করতে পারে না৷ ১৯৯৭ সালের ওয়াটার কোর্স কনভেনশন অনুযায়ী আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তার ক্ষতিপূরণ দেয়ার কথা ভারতের৷ তবে দুই দেশের মধ্যে চুক্তি হলে আবার এই কনভেনশন কার্যকর হয়৷ কিন্তু ২০১১ সাল থেকে আমাদের দুই দেশের মধ্যে কোনো চুক্তি নেই৷ কূটনৈতিক একটা আলোচনার মাধ্যমে এর একটা সমাধান হওয়া উচিত ছিল; কিন্তু হয়নি৷ নদীতে দুই দেশের ঐতিহাসিক অধিকার আছে৷ কিন্তু আমাদের অধিকার থেকে বঞ্চিত করে ভারত একতরফাভাবে তিস্তার পানি ব্যবহার করছে৷ তারা সব পানি টেনে নিয়ে যায়৷’’
তার কথা, ‘‘এই পানি পশ্চিমবঙ্গের বাইরেও পাঠানো হচ্ছে৷ আমাদের এখন আরো জোর কূটনৈতিক তৎপরতা চালাতে হবে৷ মমতা বলছেন সিকিমে পানি আটকে দেয়া হচ্ছে৷ সেটা তো সিকিম পারে না৷ কোথায় আটকে দেয়া হচ্ছে, তা আমাদের জানতে চাওয়া উচিত৷’’
সাবেক রাষ্ট্রদূত মেজর জেনরেল (অব.) শহীদুল হক মনে করেন, ‘‘এখন তিস্তা নিয়ে নতুন করে যা শোনা যাচ্ছে, এটা ভেরি আনফ্রেন্ডলি মুভ৷ এখন দেখার বিষয় এটা পশ্চিমবঙ্গ সরকার করছে, নাকি ভারতের কেন্দ্রীয় সরকার করছে৷ মমতার কারণে তো এক দশকেরও বেশি সময় ধরে তিস্তা চুক্তি আটকে আছে৷ আমাদের দিক থেকে বিষয়টি কীভাবে অ্যাড্রেস করা হবে সেটা দেখার বিষয় আছে৷ প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ভারতকে অনেক কিছু দিয়েছি৷ কিন্তু আমার প্রশ্ন হলো আমরা কী পেয়েছি? বন্ধুত্বের সম্পর্কটা তো গিভ অ্যান্ড টেকের ওপর হওয়া উচিত৷’’
তিনি বলেন, ‘‘তিস্তার মূল পরিবল্পনায় তো আমাদের এখানে জলাধার করার কথা ছিল৷ কিন্তু সেটা তো হয়নি৷ এখন চীনের সহায়তায় করার কথা হচ্ছে৷ কিন্তু অনেক দেরি হয়ে গেছে৷ যদি তারা তিস্তার পানি আরো তুলে নেয়, আহলে রংপুরসহ উত্তরে ফসলী জমি তো উসর হয়ে যাবে৷’’
গ্রীষ্ম মৌসুমে তিস্তায় এখন ১০০ কিউসেক (কিউবিক মিটার প্রতি সেকেন্ড) পানি পাওয়া যায় বলে বলা হচ্ছে৷ তবে বিশ্লেষকরা বলছেন, এটা অস্বাভাবিক৷ উজানে পানি প্রত্যাহারের কারণেই এমন হচ্ছে৷ ভারত ও বাংলাদেশে কৃষিজমিতে সেচের জন্য প্রায় এক হাজার ৬০০ কিউসেক পানি প্রয়োজন৷ পানিসংকট নিরসনে এক দশকেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তির অপেক্ষায় আছে বাংলাদেশ৷