1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালেবানদের হাতে আরেকটি প্রাদেশিক রাজধানীর পতন

৭ আগস্ট ২০২১

২৪ ঘণ্টার ব্যবধানে তালেবানদের হাতে দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ হারিয়েছে আফগান কর্তৃপক্ষ৷ এদিকে কাবুলে সরকারের উচ্চপদস্থ তথ্য কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি৷

https://p.dw.com/p/3ygEu
জজযান প্রদেশের শেবেরঘান শহরে সরকারি বাহিনীর সদস্যরা৷ ছবিটি ২৩ জুলাইর৷ছবি: Kawa Basharat/Xinhua/picture alliance

নিজেদের নাগরিকদের অবিলম্বে আফগানিস্তান ত্যগের নির্দেশনা দিয়েছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র সরকার৷

শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলের জজযান প্রদেশের শেবেরঘান শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা৷ সেখানকার ডেপুটি গভর্নর কাদের মালিয়া বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, সরকারি বাহিনীর সদস্যরা ও কর্মকর্তারা বিমানবন্দরে পিছু হটতে বাধ্য হয়েছেন৷ 

এর আগে শুক্রবার তালেবানদের হাতে প্রথম প্রাদেশিক রাজধানী নিমরোজের জারাঞ্জ শহরের পতন হয়৷ শহরটি দখলে নেয়ার পরই স্থানীয় কারগারের ফটক খুলে দেয় তালেবানরা৷ এর ফলে বন্দি তালেবানদের সঙ্গে সাধারণ অপরাধীরাও জেলখানা থেকে বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা৷ টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে সরকারি কার্যালয়ে লুটতরাজের চিত্র দেখা গেছে বলে জানিয়েছে এএফপি৷ যদিও তাৎক্ষণিকভাবে ভিডিওর সত্যতা তারা যাচাই করতে পারেনি৷

দাওয়া খান মেনাপেলেকে হত্যার দায় স্বীকার করেছে তালেবানরা
দাওয়া খান মেনাপেলেকে হত্যার দায় স্বীকার করেছে তালেবানরাছবি: GMIC

তথ্য কর্মকর্তাকে হত্যা

এদিকে শনিবার সরকারের ইনফরমেশন মিডিয়া সেন্টারের পরিচালক দাওয়া খান মেনাপেলেকে হত্যা করেছে তালেবানরা৷ এর দায় স্বীকার করে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ‘কাজের শাস্তি হিসেবে বিশেষ অভিযানের মাধ্যমে’ তাকে হত্যা করা হয়েছে৷

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানিকজাই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘বর্বর সন্ত্রাসীরা দুর্ভাগ্যজনকভাবে আরো একবার তাদের কাপুরুষোচিত কর্মকাণ্ড দেখালো এবং আরো একজন দেশপ্রেমিক আফগানকে হত্যা করল৷’’

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন৷ এটিকে আফগানিস্তানের মানবাধিকার ও বাকস্বাধীনতার উপর আঘাত বলে অভিহিত করেন তিনি৷

নাগরিকদের প্রতি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও বোমা ও বন্দুক হামলা চালিয়েছিল তালেবানরা৷ সব মিলিয়ে গত মে থেকে শুরু করে আফগানিস্তানের উল্লেখযোগ্য একটি অংশ এখন তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে৷

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন শনিবার তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব আফগানিস্তান ত্যাগ করতে বলেছে৷ ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর বলেছে, আন্তর্জাতিক সৈন্য তুলে নেয়ার প্রেক্ষিতে ‘সন্ত্রাসীরা (আফগানিস্তানে) হামলা চালানোর শঙ্কা রয়েছে’৷ এক্ষেত্রে দেশজুড়ে অপহরণের হুমকি রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷

চলতি মাসের শেষ নাগাদ আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শেষ হওয়ার কথা৷

এফএস/এআই (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য