1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মরণে তারেক মাসুদ

১৩ আগস্ট ২০১৩

প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চলচ্চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীর এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার৷ ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোঁকা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তাঁরা৷

https://p.dw.com/p/19OU4
ছবি: Munir Uz Zaman/AFP/GettyImages

ফেসবুকে তাঁদের স্মরণ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক আলী রিয়াজ৷ স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘গত দুবছর ধরে মনে হয় ১৩ আগস্ট দিনটা যদি ক্যালেন্ডারে না থাকতো!'' এরপর আবার মন্তব্যের জায়গায় লিখেছেন, ‘‘১৩ আগস্ট ২০১১ সালে বাংলাদেশ হারিয়েছে দুই কৃতি সন্তানকে; আমি হারিয়েছি আমার দুই বন্ধুকে৷ এক লহমায় আমার বন্ধুদের নাম অতীতের তালিকায় যুক্ত হয়েছে৷ আমাদের ৩৫ বছরের বেশি সময়ের জানাশোনা, কত কাজ বাকি থাকলো, কত কথা হল না বলা এখন কেবল স্মৃতি৷ কেমন করে বলি...৷''

সাবা চৌধুরী লিখেছেন, ‘‘কিছু কষ্ট চাইলেও ভোলা যায় না৷ ভুলে থাকার চেষ্টা করা যায় মাত্র৷''

এদিকে, বেলায়াত ‘সামহয়্যার ইন ব্লগ'এ জানিয়েছেন তারেক মাসুদ ও মিশুক মুনীরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি৷'

Der Regisseur Tareq Masud und Mishuk Munier
মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তাঁদের জীবনছবি: DW/Samir Kumar Dey

একই ব্লগে ২০১১ সালের অক্টোবর মাসে প্রকাশিত একটি লেখা মঙ্গলবার আবারও পোস্ট করেন ‘লাল দরজা'৷ সেখানে তিনি ক্যানাডার টরোন্টোতে মিশুক মুনীরের সঙ্গে কাটানো কিছু স্মৃতির কথা তুলে ধরেন৷

চলচ্চিত্র নিয়ে লেখালেখি করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক ফেসবুকে লিখেছেন, ‘‘কর্মের মধ্যে তাঁরা (তারেক ও মুনীর) বেঁচে আছেন৷ বিশেষত তারেক মাসুদকে আমি সারা বছরই স্মরণ করি৷ তাই আজও করলাম৷'' এই স্ট্যাটাসের সঙ্গে তিনি দুজনের একটি ছবি পোস্ট করেছেন, যেটা তারেক মাসুদকে নিয়ে তৈরি একটি ওয়েবসাইট থেকে নেয়া বলে জানান ফাহমিদুল হক৷ এই ওয়েবসাইটটি তারেকের স্ত্রী ক্যাথরিন ভালোভাবে সাজাচ্ছেন বলেও জানান তিনি৷

এদিকে তারেক মাসুদকে নিয়ে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ ‘চলচ্চিত্রের আসল নায়ক' শিরোনামে একটি লেখা লিখেছেন নির্মাতা প্রসূন রহমান, যিনি তারেক মাসুদকে কাছ থেকে দেখেছিলেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য