আইএসএল নিয়ে বিতর্ক
৩ আগস্ট ২০১৪আগামী অক্টোবরে ভারতে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ, বা আইএসএল৷ আইপিএল-এর মতো এটাও ফ্র্যাঞ্চাইচ ভিত্তিক টুর্নামেন্ট৷ এখানেও আসছে বিদেশি খেলোয়াড়৷ ইতিমধ্যে ফ্রান্সের বিশ্বকাপজয়ী খেলোয়াড় রবার্ট পিরেস এবং ডেভিড ত্রেজেগে, স্পেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় হোয়ান কাপদেভিয়া আর লুইস গার্সিয়া এবং ইংল্যান্ড গোলরক্ষক ডেভিড জেমস এ আসরে খেলা মোটামুটি নিশ্চিত করেছেন৷
আয়োজকরা এ খবর প্রচার করে টুর্নামেন্টের প্রতি দর্শককে আকৃষ্ট করার চেষ্টা করছেন৷ তা করতে গিয়েই পড়ছেন সমালোচনার মুখে৷ ভারতের সাবেক ফুটবলাররা মনে করেন আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানা এসব খেলোয়াড় এনে ভারতীয় ফুটবলের কোনো উন্নয়ন আশা করা ভুল৷
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের জাতীয় দলের সাবেক খেলোয়াড় সত্যজিৎ চ্যাটার্জি আইসিএল আয়োজনের সমালোচনা করতে গিয়ে বলেন, ‘‘তরুণরা এখন নিয়মিত ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা আর বুন্ডেসলিগা দেখে৷ এত ভালো খেলা দেখতে অভ্যস্ত হয়ে যাওয়ায় মান একটু খারাপ হলেই সে ফুটবল আর তারা দেখে না৷ বেশ আগে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেয়া ফুটবলাররা এসে সেরকম আকর্ষণীয় ফুটবল খেলতে পারবেন বলে আমার মনে হয় না৷''
দর্শকদের আকৃষ্ট করতে হলে কোন পর্যায়ের ফুটবলার আনা উচিত তা বোঝাতে গিয়ে সত্যজিৎ বলেন, ‘‘আমি মনে করি, আয়োজকদের উচিত মেসিকে সম্ভব না হলেও ইউরোপ আর দক্ষিণ অ্যামেরিকার অন্যান্য প্রথম সারির ফুটবলারদের অন্তত এখানে খেলার জন্য নিয়ে আসা৷''
আটটি দল নিয়ে আইএসএল শুরু হবে আগামী ১২ অক্টোবর, শেষ হবে ২০ ডিসেম্বর৷
এসিবি/জেডএইচ (এএফপি, রয়টার্স)