1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০ বছরের প্রতীক্ষা...

১৩ জুলাই ২০১৪

হুইস্কিটি তিনি কিনেছিলেন বিশ বছর আগে৷ প্রিয় দল জিতলে পান করবেন৷ কিন্তু দল গেলো হেরে৷ হতাশ ব্যবসায়ী তাই বাড়ির বাগানে পুঁতে রাখলেন সেটি৷ সেই হুইস্কি বোধহয় এবার পানের সুযোগ পান তিনি৷

https://p.dw.com/p/1Cbeq
ছবি: AP

বলছি এক জার্মান ফুটবল ভক্তের কথা, বাড়ি তাঁর ভারতে৷ বর্তমানে ৫৩ বছর বয়সি পুতুল বড়া আশা করছেন জার্মানি এবার কাপ ঘরে তুলবে৷ তিনিও স্কটিশ হুইস্কিটি মাটির তলা থেকে বের করবেন৷ ১৯৯৪ সালে জার্মানি জিতলে পান করবেন বলে এটি কিনেছিলেন তিনি৷ কিন্তু সেবার বুলগেরিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই বিদায় নেয় জার্মানরা৷

চলতি বিশ্বকাপে জার্মানির খেলা দেখে মুগ্ধ বড়া৷ আসাম রাজ্যের এই বাসিন্দা বলেন, ‘‘জার্মানরা ঠিক সেরকম ফুটবলই খেলছে, যেরকমটা আমাকে মাটির তলা থেকে হুইস্কিটি খুঁড়ে বের করতে উৎসাহ যোগাবে৷''

বন্ধুরা অবশ্য হুইস্কিটি নিলামে তোলার পরামর্শ দিয়েছেন বড়াকে৷ কেননা এটি এখন অনেক পুরনো, তাই ভালো দাম পাওয়া যাবে৷ কিন্তু বড়া সেটা পরখ করতে চান৷ ২০০২ সালের ফাইনালে ব্রাজিলের কাছে জার্মানির পরাজয়ের পর মধ্যপান বন্ধ করে দিয়েছিলেন তিনি৷ পুরনো অভ্যাস ফিরে পেতে তিনি তাই আর একটা জয় চান, আর্জেন্টিনার বিপক্ষে জয়৷

এদিকে, সেমিফাইনালে চরম অপদস্থ ব্রাজিল দলের অসুস্থ খেলোয়াড় নেইমার আর্জেন্টিনার সমর্থকদের দলে নাম লিখিয়েছেন৷ বন্ধু মেসির জন্য তাঁর এই সমর্থন৷ এক সংবাদ সম্মেলনে নেইমার বলেন, ‘‘খেলাধুলার ইতিহাসে মেসি অনেক গুরুত্বপূর্ণ৷ সে অনেক শিরোপা জয় করেছে৷''

বিশ্বকাপের ফাইনালে তাই বন্ধুর পাশে থাকছেন নেইমার৷ তিনি বলেন, ‘‘সে আমার বন্ধু, সহকর্মী৷ আমি তাঁর সৌভাগ্য কামনা করছি৷''

প্রসঙ্গত, বাংলাদেশেও জার্মান ফুটবল ভক্তের সংখ্যা অনেক৷ মাগুরা জেলার দরিদ্র কৃষক আমজাদ হোসেন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় নিজের জমি বিক্রি করেছে, তৈরি করেছেন প্রিয় দল জার্মানির সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের একটি পতাকা৷ এতে ব্যয় হয়েছে এক লাখেরও বেশি টাকা৷

জার্মানি দলের সমর্থনে দীর্ঘ এই পতাকা তৈরির জন্য আমজাদ হোসেন জার্মান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফ্যানক্লাবের আজীবন সদস্যপদ পাচ্ছেন৷ ঢাকার জার্মান দূতাবাস তাঁকে এ সম্মান জানাচ্ছে৷

এআই / ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য