ঢাকায় ‘সাতশ' কোটির বিশ্বে বাংলাদেশ' শীর্ষক ছবি প্রদর্শনী
২৮ অক্টোবর ২০১১ইউএনএফপিএ বাংলাদেশ এবং অলিয়ঁস ফ্রঁসেজের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে৷ ঢাকাস্থ অলিয়ঁস ফ্রঁসেজ এর লা গ্যালারি এবং গ্যালারি জুম-এ চলছে এই ছবি প্রদর্শনী৷ ৩ নভেম্বর পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এটি৷ সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারা নিয়ে খ্যাতিমান ফটোসাংবাদিক নাইমুজ্জামান প্রিন্সের তোলা ছবি প্রদর্শিত হচ্ছে৷
ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে নাইমুজ্জামান প্রিন্স জানান, রাজধানী ঢাকা ছাড়াও রংপুর, কুড়িগ্রাম, সাতক্ষীরা, বাগেরহাট, সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চল থেকে তোলা তাঁর ৫৮টি ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে৷ ছবিগুলোকে জলবায়ু ও পরিবেশ, মাতৃস্বাস্থ্য ও বাল্যবিবাহ এবং লিঙ্গ বৈষম্য এ তিনটি বিষয় অনুসারে পৃথকভাবে সাজানো হয়েছে৷
প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী৷ উপস্থিত ছিলেন ইউএনএফপিএ বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন৷ সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী কাজী কৃষ্ণকলি ইসলাম৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক