1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটিরও বেশি

১৬ জুলাই ২০১১

সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এখন দেশের মোট জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার৷ জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৪ শতাংশ৷ আর নারী-পুরুষ প্রায় সমান সমান৷ প্রতি বর্গকিলোমিটারে ৯৬৪ জন লোক বাস করে৷

https://p.dw.com/p/11we1
Bangladeshis voted under tight security Monday in their first elections since 2001, with a pair of former prime ministers and bitter rivals vying to reclaim power in the impoverished nation. Declaration: Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed this photo for Deutsche Welle. As he mentioned, ‘’this photo is taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use it.’’
ছবি: Mustafiz Mamun

চলতি বছরের ১৫ই মার্চ সারাদেশে একযোগে আদমশুমারি অনুষ্ঠিত হয়৷ আদমশুমারির তথ্য আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার৷ আগের আদমশুমারির চেয়ে সর্বশেষ আদমশুমারিতে জনসংখ্যা ১ কোটি ৮০ লাখ বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ২৩ লাখের কিছু বেশি৷ প্রতি বর্গ কিলোমিটারে গড়ে বাস করে ৯৬৪ জন৷ তবে ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন ৮,১১১ জন৷ জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৪ শতাংশ৷

মোট পুরুষের সংখ্যা ৭ কোটি ১২ লাখ ৫৫ হাজার আর নারীর সংখ্যা ৭ কোটি ১০ লাখ ৬৫ হাজার৷ মোট পরিবার ৩ কোটি ২০ লাখ৷ পরিবার প্রতি সদস্য সংখ্যা গড়ে ৪.৪ জন৷

জাতিসংঘের হিসেব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৮৭ লাখ৷ যা সর্বশেষ আদমশুমারির চেয়ে ৬৪ লাখ বেশি৷ এ প্রসঙ্গে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, গৃহগণনা পদ্ধতিতে আদমশুমারি করা হয়েছে৷ এই পদ্ধতিই সর্বাধুনিক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত৷ তবে এই পদ্ধতিতেও কিছু ভুল থাকতে পারে৷ তাই যাচাই বাছাই করার জন্য বিআইডিএসকে দায়িত্ব দেয়া হয়েছে৷ কোন বিচ্যুতি পেলে তারা তা সমন্বয় করবেন৷

আদমশুমারি অনুয়ায়ী বিভাগ ও জেলা হিসেবে সবচেয়ে বেশি জনসংখ্যা ঢাকায়৷ আর সিলেটে জনসংখ্যা সবচেয়ে কম হলেও সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী