কুং ফু পান্ডা তিন
৭ আগস্ট ২০১২একে পান্ডা, তায় কুং ফু – এ'তো প্রায় স্বদেশে প্রত্যাবর্তন৷ কিন্তু তার বাণিজ্যিক পটভূমিটা কিছু কম কৌতূহলোদ্দীপক নয়৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে সিনেমার টিকিট বিক্রি বেশ দুর্বল৷ ওদিকে চীনে সিনেমা হলগুলোর রমরমা৷ এটা হল হলিউডের হঠাৎ চীনের প্রেমে পড়ে যাওয়ার প্রথম কারণ৷
দ্বিতীয়ত, চীনে এখন যে পরিমাণ পুঁজি, তাতে ফিল্ম ফাইন্যান্সিং'এর এরকম স্বর্গরাজ্য আর কোথাও পাওয়া যাবে না৷ অপরদিকে চীনের ফিল্ম বাজার কড়া সরকারি নিয়ন্ত্রণে৷ কাজেই স্থানীয় চীনা সহযোগীদের নিয়ে কাজ করার অনেক সুবিধা আছে৷
অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী ড্রিমওয়ার্ক অ্যানিমেশনের স্থানীয় চীনা সহযোগীরা সবাই হল রাষ্ট্রীয় মালিকানার: চায়না মিডিয়া ক্যাপিটাল, শাংহাই মিডিয়া গ্রুপ এবং শাংহাই অ্যালায়েন্স ইনভেস্টমেন্ট৷ এবং তাদের নতুন জয়েন্ট ভেঞ্চার বা যৌথ উদ্যোগ হল শাংহাই ওরিয়েন্টাল ড্রিমওয়ার্কস ফিল্ম অ্যান্ড টেকনোলজি কোম্পানি, যাতে ড্রিমওয়ার্কসের অংশীদারি হবে ৪৫ শতাংশ এবং তার চীনা সহযোগীদের ৫৫ শতাংশ – চীনা আইন যেমনটি চায়৷
এই নতুন কোম্পানি কুং ফু পান্ডা তিন তৈরি করবে৷ ওরিয়েন্টাল ড্রিমওয়ার্কস বছরে এক থেকে তিনটি অবধি ছবি তৈরি করবে৷ সে কাজে ফিল্ম প্রোডাকশনের প্রায় দু'হাজার পেশাদারি কর্মী নিযুক্ত হবে৷ এটা হবে চীনে অ্যানিমেশন বা কার্টুন ছবি তৈরি করার বৃহত্তম কেন্দ্র, যদিও সেখানে ভিডিও গেমস, মিউজিকাল এবং অন্যান্য পণ্য তৈরিরও উদ্যোগ নেওয়া হবে৷
এভাবে শাংহাই'এর সুহুই এলাকায় তিন বিলিয়ন ডলারের বেশি খরচে একটি মনোরঞ্জন এলাকা গড়ে উঠবে, যাতে সিনেমা, থিয়েটার, রেস্তরাঁ এবং পর্যটকদের জন্য অন্যান্য আকর্ষণ থাকবে৷ এলাকাটি নাকি লন্ডনের ওয়েস্টএন্ড কিংবা নিউ ইয়র্ক সিটির ব্রডওয়ে'র মতো হয়ে উঠবে৷ এটি খোলা হবে ২০১৬ সালে৷ এবং মুক্তি পাবে কুং ফু পান্ডা তিন৷
ড্রিমওয়ার্কস তো একা নয়, ওয়াল্ট ডিজনি কোম্পানিও চীনে যৌথ প্রযোজনা করছে৷ তাতে নাকি কিছু কিছু চীনা উপাদান রাখা হচ্ছে যাতে এ ধরণের ছবি চীনাদের মনে ধরে৷ অন্যদিকে চীনে কুং ফু পান্ডার বিশাল জনপ্রিয়তা দেখে কর্তাব্যক্তিরা মাথা ঘামাতে শুরু করেন, এরকম চীনা গল্পে হলিউড চীনের স্টুডিওগুলোকে টেক্কা দেয় কিভাবে৷ অন্যদিকে চীনে বছরে মাত্র বিশটি বিদেশি ছবি মুক্তি পেতে দেওয়া হয়৷
কুছ পরোয়া নেই, কুং ফু পান্ডা থাকলে বলতো৷ জয়েন্ট ভেঞ্চার আছে কি করতে?
এসি / ডিজি (এপি)