ডর্টমুন্ড হামলায় আটক ব্যক্তি ‘আইএস জঙ্গি'
১৩ এপ্রিল ২০১৭মঙ্গলবার সন্ধ্যায় জার্মানির বোরুসিয়া ডর্টমুন্ড ফুটবল ক্লাবের বাসের সামনেবিস্ফোরণের ঘটনায় একজন সন্দেহভাজন ইসলামপন্থিকে গ্রেপ্তার করা হয়৷ জার্মানির কেন্দ্রীয় কৌঁসুলিরা জানিয়েছেন, ঐ ব্যক্তি অতীতে ইরাকে তথকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস-এর সদস্য ছিল বলে জানতে পেরেছেন তাঁরা৷ আর এই অভিযোগেই তাঁকে গ্রেপ্তারের অনুমতি চাওয়া হয়েছে৷ তবে সঙ্গে এ-ও জানানো হয়েছে যে, আটক ঐ ব্যক্তি মঙ্গলবার বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল কিনা, তার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি৷
আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তির প্রকৃত নাম প্রকাশ করা যায় না৷ তাই আটক ব্যক্তির নাম ‘আব্দুল বাসেত এ’ হিসেবে উল্লেখ করেছে জার্মানির কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয়৷ বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আটক ওই ব্যক্তি ইরাকে ১০ জনের এমন এক কমান্ডো দলের নেতৃত্বে ছিল, যাদের কাজই ছিল লোকজনকে অপহরণ এবং হত্যা করা৷
জার্মানির আইন অনুযায়ী, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে ২৪ ঘণ্টার বেশি আটকে রাখা যায় না৷ সে কারণেই বৃহস্পতিবার জার্মানির সময় অনুযায়ী বিকেলের দিকে আদালতে আব্দুল বাসেত এ-কে হাজির করে গ্রেপ্তারি পরোয়ানার চাওয়া হবে৷ বিচারকের অনুমতি সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের পর শুরু হবে পরবর্তী পর্যায়ের জিজ্ঞাসাবাদ৷
এদিকে হামলার দায় স্বীকার করা যে দু’টি চিঠি পাওয়া গিয়েছিল তার মধ্যে একটিকে কৌঁসুলিরা ‘ভুয়া’ মনে করছেন৷ ফ্যাসিবাদবিরোধী একটি গোষ্ঠীর পক্ষ থেকে চিঠিটি লেখা হয়েছে বলে দাবি করা হয়েছিল৷ তবে ‘আল্লাহর নামে’ লেখা অন্য যে চিঠিটিতে ম্যার্কেলকে সিরিয়ায় মুসলিম হত্যার জন্য দায়ী করা হয়, সেটি নিয়ে এখনো তদন্ত চলছে৷
এসিবি/ ডিজি (এপি, ডিপিএ)