1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বিস্ফোরণ

১১ এপ্রিল ২০১৭

জার্মানির ডর্টমুন্ড শহরে এক ফুটবল ম্যাচের আগে খেলোয়াড়দের বাসের কাছে ৩টি বিস্ফোরণ ঘটেছে৷ একজন খেলোয়াড় আহত হয়েছেন৷

https://p.dw.com/p/2b5Q5
Borussia Dortmund Teambus nach Explosionen
ছবি: picture-alliance/AP Images/M. Meissner

মঙ্গলবার সন্ধ্যায় জার্মানির ডর্টমুন্ড শহরে বোরুসিয়া ডর্টমুন্ড ফুটবল ক্লাব এএস মোনাকো ক্লাবের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল৷ তখনই হোটেলে টিমের বাসগুলির কাছে ঝোপের মধ্যে মোট তিনটি বিস্ফোরণ ঘটে৷ তার ফলে মার্ক বার্ট্রা নামের এক স্প্যানিশ খেলোয়াড় আহত হয়েছেন৷ হাতে আঘাতের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সৌভাগ্যবশত অন্যান্য খেলোয়াড়দের কোনো ক্ষতি হয়নি। এমন ঘটনার ফলে তাঁরা বিহ্বল হয়ে পড়েছেন৷

বলা বাহুল্য, বিস্ফোরণের পর মঙ্গলবারের ম্যাচটি বাতিল করা হয়৷ সম্ভবত বুধবারই সেটি অনুষ্ঠিত হবে৷ মঙ্গলবার ম্যাচ বাতিলের ঘোষণা সত্ত্বেও দর্শকরা শান্তভাবে স্টেডিয়াম ছেড়ে চলে যান৷ কোনো রকম অরাজকতার খবর পাওয়া যায়নি। #bedforawayfans হ্যাশট্যাগের মাধ্যমে বোরুসিয়া ডর্টমুন্ড ক্লাবের ডাকে শহরের অনেক মানুষ মোনাকো ক্লাবের সমর্থকদের আশ্রয় দিতে এগিয়ে এসেছেন৷

পুলিশ সূত্র অনুযায়ী, এই ৩টি বিস্ফোরণ সম্ভবত এক গুরুতর হামলার অঙ্গ ছিল৷ অবিলম্বে তদন্ত শুরু হয়ে গেছে৷ এই মুহূর্তে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান