ট্রাম্পের ‘অ্যামেরিকা ফার্স্ট' নীতি
১৮ ডিসেম্বর ২০১৭সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা নিয়মিতভাবে এমন কৌশলপত্র প্রকাশ করে থাকেন৷ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শেষবার ২০১৫ সালে কৌশলপত্র প্রকাশ করেছিলেন৷
সোমবার ওয়াশিংটন সময় দুপুর দু'টোয় এই কৌশলপত্র প্রকাশ করবেন মার্কিন প্রেসিডেন্ট৷ তার আগে হোয়াইট হাউসের কর্মকর্তারা রবিবার কৌশলপত্রের কিছু বিষয় সম্পর্কে ধারণা দিয়েছেন৷ এতে জানা গেছে, ঐ কৌশলপত্রে চারটি বিষয়কে মূল হিসেবে ধরা হয়েছে৷ এগুলো হচ্ছে, দেশ ও অ্যামেরিকার জনগণের নিরাপত্তা, অ্যামেরিকার সমৃদ্ধির প্রচার, শক্তিমত্তা দিয়ে শান্তি বজায় এবং অ্যামেরিকার প্রভাবের প্রসার৷ ‘‘নতুন কৌশলপত্র এই বিশ্বাস নিশ্চিত করবে যে, অ্যামেরিকার অর্থনৈতিক নিরাপত্তা হচ্ছে জাতীয় নিরাপত্তা,'' জানান ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা৷ প্রতিরক্ষামন্ত্রী জিম মাটিসকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘‘আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমাদের শক্তিশালী জিডিপি৷''
উল্লেখ্য, নির্বাচনি প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘অ্যামেরিকা ফার্স্ট' নীতির কথা বারবার বলেছেন৷ নির্বাচিত হওয়ার পর তিনি তাঁর নীতি বাস্তবায়ন করতে গিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নেয়া বেশ কিছু পদক্ষেপ থেকে সরে এসেছেন৷ যেমন জলবায়ু পরিবর্তনকে ওবামা জাতীয় নিরাপত্তার হুমকি মনে করলেও ট্রাম্পের নতুন কৌশলপত্রে সেটিকে জাতীয় নিরাপত্তার হুমকি মনে করা হবে না৷ এছাড়া বিশ্বের একমাত্র দেশ হিসেবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে অ্যামেরিকাকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প৷ এছাড়া মুক্ত বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন চুক্তি থেকেও সরে এসেছেন তিনি৷
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা অবশ্য এতদিন বলে এসেছেন, অ্যামেরিকা ফার্স্ট' মানে ‘অ্যামেরিকা অ্যালোন' নয়৷ তবে নতুন কৌশলপত্র লেখা থাকবে, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও অভিবাসনবিষয়ে অ্যামেরিকা একাই তার সিদ্ধান্ত নেবে৷
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গত সপ্তাহে চীনের বিরুদ্ধে ‘অর্থনৈতিক আগ্রাসন'-এর অভিযোগ আনলেও কৌশলপত্রে চীনকে ‘কৌশলগত প্রতিযোগী' বলে উল্লেখ করা হবে৷
মধ্যপ্রাচ্য সম্পর্কে কৌশলপত্রে লেখা থাকবে, ‘‘কয়েক প্রজন্ম ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাতকে ঐ অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির পথে প্রধান কাঁটা হিসেবে মনে করা হয়েছে৷ তবে এখন মৌলবাদী জিহাদি সন্ত্রাসী সংগঠন ও ইরানের পক্ষ থেকে আসা হুমকি সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে,ইসরায়েল অত্র অঞ্চলের সমস্যার কারণ নয়৷''
জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ, এপি)