ওবামার জলবায়ু পরিকল্পনা বাদ দিচ্ছে ট্রাম্প প্রশাসন
১০ অক্টোবর ২০১৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবেশ বিষয়ক প্রধান বলেছেন, তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের জলবায়ু পরিকল্পনা বাতিলের পথে যাবেন৷ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ঐ পরিকল্পনা করেছিলেন ওবামা৷
ওবামা প্রশাসন ২০১৫ সালে ‘ক্লিন পাওয়ার প্ল্যান' শীর্ষক ঐ পরিকল্পনার অনুমোদন দিয়েছিল৷ এর আওতায় ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার ২০০৫ সালের তুলনায় ৩২ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল৷ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে যত কার্বন নির্গমন হয় তার ৪০ শতাংশ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো৷ বিশেষ করে কয়লাভিত্তিক কেন্দ্রগুলো এর জন্য অনেকাংশে দায়ী৷
তবে সোমবার এক রাজনৈতিক সমাবেশে যুক্তরাষ্ট্রের ‘এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি' বা ইপিএ-র প্রধান স্কট প্রুইট জানিয়েছেন, তিনি সাবেক প্রশাসনের ‘ক্লিন পাওয়ার প্ল্যান' বাতিল করতে মঙ্গলবার প্রস্তাবিত এক আইনে সই করবেন৷ ‘‘কয়লার বিরুদ্ধে যুদ্ধ শেষ,'' বলেন তিনি৷ কয়লা খনি সমৃদ্ধ কেন্টাকি রাজ্যে সমাবেশটি অনুষ্ঠিত হয়৷
এর আগে গত মার্চে প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে ক্লিন পাওয়ার প্ল্যান বাতিলের লক্ষ্যে ইপিএ-কে ঐ পরিকল্পনাটি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছিলেন৷ পরিকল্পনা প্রণয়নে সাবেক প্রশাসন ক্ষমতার অপব্যবহার করেছিল কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছিল৷
অবশ্য ওবামা প্রশাসনের পরিকল্পনার বাস্তবায়ন ২০১৬ সালের ফেব্রুয়ারিতেই স্থগিত হয়ে গিয়েছিল৷ কারণ, সেই সময় সুপ্রিম কোর্ট ঐ পরিকল্পনা বাস্তবায়ন বৈধ কিনা তা যাচাই করতে চেয়েছিলেন৷
যুক্তরাষ্ট্রের পরিবেশ সংস্থার এই সিদ্ধান্তের সমালোচনা করেছে পরিবেশ রক্ষা বিষয়ক সংগঠনগুলো৷ ইপিএ প্রধানের প্রস্তাবিত নতুন আইন যেন পাস হতে না পারে সেজন্য আইনগত সব ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শ্নাইডারমান৷ তিনি একজন ডেমোক্র্যাট৷
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নির্বাচনি প্রচারণার সময় কয়লা খনির ব্যবসায়ীদের স্বার্থের প্রতি খেয়াল রাখার অঙ্গীকার করেছিলেন৷ সে কারণে প্যারিসে স্বাক্ষরিত জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি৷
জেডএইচ/এসিবি (এএফপি, এপি)