টেস্ট র্যাংকিংয়ে আফগানিস্তানেরও নীচে বাংলাদেশ
৬ জানুয়ারি ২০২১আইসিসির হালনাগাদ করা টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশ এখন আফগানিস্তানেরও নীচে৷ ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছে ১০ নাম্বারে৷ অন্যদিকে দুই পয়েন্ট বেশি নিয়ে আফগানিস্তান উঠে এসেছে নয় নাম্বারে৷ ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ অষ্টম আর পাকিস্তান আছে সপ্তম অবস্থানে৷ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান৷ এই জয়ে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে ব্ল্যাক ক্যাপসরা প্রথমবারের মতো উঠে এসেছে শীর্ষে৷ ২০২০ সালের মে থেকে শ্রেষ্ঠত্বের এই মুকুটটি ছিল অস্ট্রেলিয়ার দখলে৷ অসিরা এখন নেমে গেছে দুই নাম্বারে৷ মাঠের মতো র্যাংকিংয়েও ভারতের সঙ্গে তাদের চলছে লড়াই৷ অসিদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে টিম ইন্ডিয়ার অবস্থান তৃতীয়৷
চতূর্থ ইংল্যান্ড, পঞ্চম সাউথ আফ্রিকা আর ষষ্ঠ অবস্থানে আছে শ্রীলঙ্কা৷
বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তানে গত বছরের এপ্রিলে৷ রাওয়ালপিন্ডিতে ইনিংস ও ১৪৪ রানের ব্যবধানের হার নিয়েই ফিরতে হয়েছিল টাইগারদের৷ গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবোয়ের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানের জয়ই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে সুখকর স্মৃতি৷ তার আগে ভারতের কাছে ২-০ আর নবীন আফগানিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানের হারই টাইগারদের র্যাংকিংয়ে নীচে নেমে যাওয়ার অন্যতম কারণ৷
টেস্ট র্যাংকিংয়ের পাশাপাশি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরও হালনাগাদ তালিকা প্রকাশ করেছে আইসিসি৷ অস্ট্রেলিয়া আছে সবার উপরে৷ ২০১৯ সালের অ্যাশেজ দিয়ে শুরু হয়েছে এই প্রতিযোগিতা, শেষ হবে চলতি বছরের জুনে ইংল্যান্ডের লর্ডসে শীর্ষ দুই দলের লড়াই দিয়ে৷
টেস্ট দলের র্যাংকিং
১. অস্ট্রেলিয়া
২. নিউজিল্যান্ড
৩. ভারত
৪. ইংল্যান্ড
৫. সাউথ আফ্রিকা
৬. শ্রীলঙ্কা
৭. পাকিস্তান
৮. ওয়েস্ট ইন্ডিজ
৯. আফগানিস্তান
১০. বাংলাদেশ
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল
১. অস্ট্রেলিয়া
২. ভারত
৩. নিউজিল্যান্ড
৪. ইংল্যান্ড
৫. সাউথ আফ্রিকা
৬. পাকিস্তান
৭. শ্রীলঙ্কা
৮. ওয়েস্ট ইন্ডিজ
৯. বাংলাদেশ
এফএস/এসিবি (আইসিসি, ইএসপিএন ক্রিকইনফো)