1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেন্ডুলকার-বিরোধী তালেবান

২৯ নভেম্বর ২০১৩

পাকিস্তানি তালেবান সে দেশের মিডিয়াকে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের প্রশংসা বন্ধ করে, পরিবর্তে পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল-হককে উৎসাহ দিতে বলেছে৷ জানিয়েছে এক তালেবান মুখপাত্র৷

https://p.dw.com/p/1AQED
ছবি: Reuters

ক্রিকেটের ইতিহাসে ‘লিটল মাস্টার' নামে খ্যাত টেন্ডুলকার ২৪ বছরের এক অসাধারণ ক্যারিয়ার শেষ করার পর গত ১৬ নভেম্বর অবসর গ্রহণ করেছেন৷ সেযাবৎ গোটা উপমহাদেশের মিডিয়া টেন্ডুলকার গাথা নিয়ে মশগুল৷ পাকিস্তান ও ভারতের প্রথাগত প্রতিদ্বন্দ্বিতা খেলাধুলার ক্ষেত্রেও সমান তালে চলে থাকে, কিন্তু টেন্ডুলকারের কীর্তি যেন পাকিস্তানি মিডিয়াকেও সেই বৈরিতার কথা ভুলিয়ে দিয়েছে – পাকিস্তানি তালেবানের ঠিক যেখানে আপত্তি৷

Bildergalerie zu dem indischen Cricketspieler Sachin Tendulkar
গত ১৬ নভেম্বর ক্রিকেটকে বিদায় জানান টেন্ডুলকারছবি: Indranil Mukherjee/AFP/Getty Images

তেহরিক-ই-তালেবানের মুখপাত্র শাহিদুল্লাহ শহিদকে দেখা গেছে একটি ভিডিও বার্তায়: ছবিতে তাঁর দু'পাশে দুই মুখোশধারী, যাদের হাতে একে-৪৭ রাইফেল৷ শহিদের বক্তব্য: ‘‘টেন্ডুলকার নামের একজন ভারতীয় খেলোয়াড় আছে৷ পাকিস্তানি মিডিয়ায় তাঁকে অত্যধিক প্রশংসা করা হয়েছে৷ অনেক পাকিস্তানিও তাঁর প্রশংসা করেছে৷ এবার কারুর ঐ পাকিস্তানি মিডিয়া এবং পাকিস্তানিদের বলা উচিত যে, টেন্ডুলকার যতোই ভালো হোক না কেন, তাদের তাঁকে প্রশংসা করা উচিত নয়৷ এটা পাকিস্তানি জাতীয়তাবাদ ও দেশের প্রতি বিশ্বস্ততার বিরোধী৷''

শহিদের ভিডিওটি গত সপ্তাহান্তে অনলাইনে প্রকাশিত হয়৷ টেন্ডুলকার'কে প্রশংসা না করে সকলের উচিত পাকিস্তান ক্রিকেট দলের বহু সমালোচিত ক্যাপ্টেন মিসবা-উল-হককে প্রশংসা করা, বলেন শহিদ৷ শহিদের ভাষায়: ‘‘মিসবাহ-উল-হক একজন নীচু মানের প্লেয়ার হলে কি হবে, পাকিস্তানি মিডিয়ার উচিত তাঁর প্রশংসা করা, কেননা তিনি একজন পাকিস্তানি৷''

এসি / জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য