1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইটারে আলোচনায় ‘ইসলামিক স্টেট'

আরাফাতুল ইসলাম১৪ নভেম্বর ২০১৪

জঙ্গি গোষ্ঠী ‘‘ইসলামিক স্টেট'' (আইএস) নিয়ে টুইটারে প্রতিনিয়তই প্রকাশ হচ্ছে বিভিন্ন মন্তব্য, ছবি, ভিডিও৷ আর এসব তথ্য প্রকাশ পাচ্ছে বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করে৷

https://p.dw.com/p/1DmnI
Abu Bakr al-Baghdadi
আবু বকল আল-বাগদাদিছবি: picture-alliance/dpa

মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় ইসলামিক স্টেটের শীর্ষ নেতা আবু বকল আল-বাগদাদি নিহত বা গুরুতর আহত হয়েছে বলে সংবাদ প্রকাশ হয়েছিল গত কয়েকদিন আগে৷ কিন্তু বৃহস্পতিবার বাগদাদির একটি অডিও বার্তা অনলাইনে প্রকাশ হয়েছে৷ ফলে তার মৃত্যু নিয়ে যে গুঞ্জন সেটা এখন কমে যেতে শুরু করেছে৷ যদিও অডিও ঠিক কবে রেকর্ড করা তা নিশ্চিত করা যায়নি৷ টুইটারে বাগদাদির বার্তা প্রকাশের খবর জানিয়েছেন অনেকে৷

‘‘ইসলামিক স্টেট'' জঙ্গিরা নারীদের বোরখার আড়ালে ঠেলে দিচ্ছে, তাদের ঘরে থাকতে বাধ্য করছে, বন্ধ করে দিচ্ছে স্কুল, কলেজ – এসব অভিযোগ অনেকের৷ টুইটারে এই দিকটি উঠে এসেছে একটু ভিন্নভাবে৷ ইরাক এবং সিরিয়ায় আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছেন অনেক নারী৷ আর তাদের কথাই গুরুত্ব পাচ্ছে টুইটারে৷

এদিকে, ইরাক এবং সিরিয়ার দখলকৃত অঞ্চলে নিজস্ব মুদ্রা চালুর ঘোষণা দিয়েছে আইএস৷ সেই মুদ্রার বিস্তারিত তথ্য রয়েছে ইন্টারনেটে৷ সোনা, রূপা আর তামার তৈরি বিভিন্ন মুদ্রার ছবিও প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য