টুইটারে আলোচনায় ‘ইসলামিক স্টেট'
১৪ নভেম্বর ২০১৪মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় ইসলামিক স্টেটের শীর্ষ নেতা আবু বকল আল-বাগদাদি নিহত বা গুরুতর আহত হয়েছে বলে সংবাদ প্রকাশ হয়েছিল গত কয়েকদিন আগে৷ কিন্তু বৃহস্পতিবার বাগদাদির একটি অডিও বার্তা অনলাইনে প্রকাশ হয়েছে৷ ফলে তার মৃত্যু নিয়ে যে গুঞ্জন সেটা এখন কমে যেতে শুরু করেছে৷ যদিও অডিও ঠিক কবে রেকর্ড করা তা নিশ্চিত করা যায়নি৷ টুইটারে বাগদাদির বার্তা প্রকাশের খবর জানিয়েছেন অনেকে৷
‘‘ইসলামিক স্টেট'' জঙ্গিরা নারীদের বোরখার আড়ালে ঠেলে দিচ্ছে, তাদের ঘরে থাকতে বাধ্য করছে, বন্ধ করে দিচ্ছে স্কুল, কলেজ – এসব অভিযোগ অনেকের৷ টুইটারে এই দিকটি উঠে এসেছে একটু ভিন্নভাবে৷ ইরাক এবং সিরিয়ায় আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছেন অনেক নারী৷ আর তাদের কথাই গুরুত্ব পাচ্ছে টুইটারে৷
এদিকে, ইরাক এবং সিরিয়ার দখলকৃত অঞ্চলে নিজস্ব মুদ্রা চালুর ঘোষণা দিয়েছে আইএস৷ সেই মুদ্রার বিস্তারিত তথ্য রয়েছে ইন্টারনেটে৷ সোনা, রূপা আর তামার তৈরি বিভিন্ন মুদ্রার ছবিও প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম৷