টিকরিটে গণকবর আবিষ্কার হিংসার প্রকৃত মাত্রার প্রতিফলন
৮ এপ্রিল ২০১৫একদিকে মার্কিন নেতৃত্বে কোয়ালিশন বাহিনী, অন্যদিকে ইরান সমর্থিত শিয়া বাহিনীর সহায়তায় তথাকথিত ইসলামিক স্টেট-এর হাত থেকে টিকরিট শহরের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে ইরাকি বাহিনী৷ যদিও বিভিন্ন সূত্র অনুযায়ী টিকরিট থেকে আইএস পুরোপুরি নির্মূল হয় নি৷ এরই মধ্যে সেখানে গণকবর আবিষ্কারের ঘটনা হিংসার প্রকৃত মাত্রা সম্পর্কে একটা ধারণা দিচ্ছে৷ ইরাকের তরুণ অ্যাক্টিভিস্ট মেহদি আল-বায়াটি মনে করেন, আইসিস-এর এই অপরাধ ভোলা উচিত নয়৷
সংবাদ মাধ্যম সিএনএন-এর সাংবাদিক আরওয়া ড্যামন গণকবর আবিষ্কারের পর উদ্ধারকারীদের বিহ্বলতা তুলে ধরেছেন৷ এমন জঘন্য অপরাধের চিহ্ন দেখে মানুষ থমকে গিয়েছে, অনেকের চোখে অশ্রু দেখা গেছে৷
মানবাধিকার সংগঠনগুলি সার্বিকভাবে টিকরিট-কে ঘিরে বিভিন্ন পক্ষের স্বার্থের সংঘাতের একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছে৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল-এর উপদেষ্টা ডোনাটেলা রোভেরা সংবাদ সংস্থা রয়টার্স-এর একটি প্রতিবেদন শেয়ার করে আইএস-এর প্রতি শিয়া মিলিশিয়া বাহিনীর প্রতিহিংসার দৃষ্টান্ত তুলে ধরেছেন৷
হিউম্যান রাইটস ওয়াচ-এর প্রতিনিধি জিম মার্ফি ইরাকে আতঙ্ক ও প্রতিহিংসার চিত্র তুলে ধরেছেন৷
সুদূর পেরু থেকে জোসেফ ডাসান নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি মানচিত্র শেয়ার করে মনে করিয়ে দিয়েছেন, যে টিকরিট হাতছাড়া হওয়া সত্ত্বেও আইএস এখনো ইরাকের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করছে৷
সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: জাহিদুল হক