টিকরিট হাতছাড়া, শরণার্থী শিবিরে আইসিসের হামলা
২ এপ্রিল ২০১৫ইরাকের টিকরিট শহরের উপর সরকারি বাহিনী নিয়ন্ত্রণ কায়েম করেছে বলে দাবি জানাচ্ছে৷ খোদ প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি শহরের কেন্দ্রস্থলে হেঁটে বেড়াচ্ছেন – এমন ছবি প্রকাশিত হয়েছে৷ পিট জন টুইটারে খবরটি শেয়ার করেছেন৷
টিকরিট শহরকে আইসিস-মুক্ত করার খবর পেয়ে কুর্দিরা বিশেষভাবে আনন্দিত৷ এর ফলে আইসিস-এর বিরুদ্ধে তাদের প্রতিরোধও জোরদার হবে বলে আশা৷ হেলান ও দিয়ার নামের দুই টুইটার ব্যবহারকারী এই সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন৷
সিরিয়ার রাজধানী দামেস্কের ইয়ারমুক শরণার্থী শিবিরের উপর আইসিস-এর হামলা নিয়েও সোশাল মিডিয়া জগতে মন্তব্য ছড়িয়ে পড়ছে৷ ব্রিটিশ সাংসদ ব্যারোনেস মেরাল হুসেন এস লিখেছেন, ইয়ারমুকের ভুলে যাওয়া ফিলিস্তিনিদের সাহায্য করতে রাজনীতিক ও জাতিসংঘের নৈতিক নেতৃত্ব দেখানোর সময় এসেছে৷
জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডাব্লিউএ-র মুখপাত্র ক্রিস গিনেস দুই পক্ষের উদ্দেশ্যে ইয়ারমুকের বেসামরিক মানুষদের সুরক্ষার দায়িত্ব পালন করার ডাক দিয়েছেন৷
হলি টপহ্যাম লিখেছেন, ইয়ারমুক শরণার্থী শিবিরের করুণ পরিস্থিতি যে আরও খারাপ হতে পারে, এমনটা কল্পনা করা যেতো না৷ ঠিক এমন সময় আইসিস হামলা চালালো৷
ইসলামিক স্টেট-এর ছত্রছায়ায় সক্রিয় হতে এখনো ইউরোপের অনেক মানুষ পাড়ি দিচ্ছে৷ এই সমস্যার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন গ্রেটা ফান সুসটেরেন৷ তিনি একটি রিপোর্ট শেয়ার করেছেন, যাতে ৪ শিশু সহ ৯ জন ব্রিটিশ নাগরিককে এ কারণে গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছে৷
সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: জাহিদুল হক