ফর্মুলা ওয়ান
২৯ অক্টোবর ২০১২প্রথম বারের মতো রুদ্ধশ্বাস উত্তেজনা না থাকলেও ভারতে ফর্মুলা ওয়ানের দ্বিতীয় আসরকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা কম ছিল না৷ রবিবার দিল্লির উপকণ্ঠে গ্রেটার নয়ডায় বুদ্ধ সার্কিট ছিল জমজমাট৷ শুধু মোটর রেসিং প্রতিযোগিতা বা তার অংশগ্রহণকারীরাই নয়, দর্শকদের মধ্যে তারকারাও যথেষ্ট নজর কেড়েছিলেন৷ গ্ল্যামার জগত ছাড়া এফ ওয়ান – তাও আবার ভারতে? কল্পনাই করা যায় না৷
জার্মানির সেবাস্টিয়ান ফেটেল ভারতের গ্রঁ প্রি'তে জয়ী হয়েছেন৷ রেড বুল টিম'এর এই তারকা এই নিয়ে পর পর ৪টি প্রতিযোগিতায় জয়লাভ করলেন৷ সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়ার পর ভারতেও সৌভাগ্য তাঁর পিছু ছাড়ে নি৷ তবে প্রথম বারের মতো ফেরারি টিমের ফ্যার্নান্দো আলোনসো ও রেড বুল টিমের আরেক তারকা মার্ক ভেবার'কে হারাবার মজাটাই ছিল আলাদা৷ রেসের শুরুতে অবশ্য ৩৯ পয়েন্টে এগিয়ে ছিলেন আলোনসো'ই৷ কিন্তু কথায় বলে, ওস্তাদের মার শেষ রাতে৷ ফেটেল সেই ব্যবধান কমিয়ে এনে ১৩ পয়েন্টে এগিয়ে যান৷
ভারতে প্রতিযোগিতার শেষে ফর্মুলা ওয়ান সার্কিটে বর্তমান চিত্র দাঁড়ালো এ রকম৷ ২৪০ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন ফেটেল৷ আলোনসো'র পয়েন্ট ২২৭, লোটাস টিমের কিমি রাইকোনেন'এর ১৭৩ এবং মার্ক এর ১৬৭৷ আনুষ্ঠানিকভাবে দৌড়ের বাইরে ছিটকে গেছেন ম্যাকলারেন'এর লুইস হ্যামিলটন এবং জেনসন বাটন৷ তাঁদের হাতে পয়েন্ট যথাক্রমে ১৬৫ ও ১৪১৷
গ্রেটার নয়ডায় জয়ের স্বাদ ফেটেল'এর জন্য বিশেষ তাৎপর্য রাখে৷ তিনি বলেন, ‘‘এই গ্রঁ প্রি একেবারে স্পেশাল৷ এই সার্কিটের মধ্যে যেন বিশেষ একটা ব্যাপার আছে, যদিও সেটা যে কী তা জানি না৷ তবে এর ‘ফ্লো' আমার খুব ভালো লাগে৷ উল্লেখ্য, গত বছরও বুদ্ধ সার্কিটের প্রথম রেসে তিনিই জিতেছিলেন৷
ফেটেল'এর কাছে হেরে গিয়েও দমবার পাত্র নন আলোনসো৷ তিনি বলেন, ‘‘এই মুহূর্তে রেড বুল'এর বিরুদ্ধে লড়াই করা মোটেই সহজ নয়৷ তবে আমরা কখনোই হাল ছাড়বো না৷'' রেড বুল ও সেবাস্টিয়ান ফেটেল'কে অভিনন্দন জানিয়ে আলোনসো ব্রাজিল গ্রঁ প্রি'র জন্য আগাম চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন৷
এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)