1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোরিয়ান গ্রঁ প্রি

১৪ অক্টোবর ২০১২

কোরিয়ান গ্রঁ প্রি জিতে বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ে এগিয়ে গেছেন জার্মানির সেবাস্টিয়ান ফেটেল৷ রোববার প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো আলোন্সোকে নাটকীয়ভাবে ডিঙ্গিয়ে জিতে নিয়েছেন কোরিয়ান গ্রঁ প্রি৷

https://p.dw.com/p/16Pma
Red Bull driver Sebastian Vettel of Germany kisses the trophy after winning the Korean Formula One Grand Prix at the Korean International Circuit in Yeongam, South Korea, Sunday, Oct. 14, 2012. (Foto:Dita Alangkara/AP/dapd)
ছবি: AP

চলতি মৌসুমের আরও চারটি গ্রঁ প্রি রেস বাকি রয়ে গেছে৷ যার মধ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে রয়েছে ভারতে৷ এই পর্যন্ত রেড বুল দলের ফেটেলের পয়েন্ট ২১৫৷ তাঁর প্রতিদ্বন্দ্বী ফেরারির ফার্নান্দো আলোন্সোর পয়েন্ট এখন ২০৯৷ বেশ জোর লড়াই চলছে এখন এই দুই জনের মধ্যে৷ তবে টানা তিনটি গ্রঁ প্রিতে জিতেছেন ফেটেল৷ তাই বিশ্বচ্যাম্পিয়নশিপ ধরে রাখতে সেটি বাড়তি অনুপ্রেরণা জোগাবে ২৫ বছর বয়সি ফেটেলকে৷

জেতার পর স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত ফেটেল বললেন, এটা ছিল দারুন একটা রেস৷ অন্যদিকে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আলোন্সোও তাঁর পারফরমেন্সে অখুশি নন৷ রেস শেষে বলেন, প্রত্যাশার চেয়েও আমরা ভালো করেছি৷

Red Bull-Renault driver Sebastian Vettel of Germany (L) enters the first turn to lead the pack after the start of the Formula One Japanese Grand Prix at the Suzuka circuit on October 7, 2012. AFP PHOTO / TOSHIFUMI KITAMURA (Photo credit should read TOSHIFUMI KITAMURA/AFP/GettyImages)
ছবি: AFP/Getty Images

তবে রোববার দিনটি ছিলো ফেটেলের দল রেড বুলের৷ কারণ কোরিয়ার ট্র্যাকে তিনি প্রথম হয়েছেন, আর তাঁর পরেই ছিলেন একই দলের আরেক তারকা মার্ক ওয়েবার৷ এই মৌসুমে এটিই প্রথম রেড বুলের প্রথম ও দ্বিতীয় অবস্থান অর্জন৷ অন্যদিকে ফেরারির আলোন্সো হয়েছেন তৃতীয় আর তাঁর পরেই ছিলেন সতীর্থ ফেলিপে মাসা৷ লোটাস দলের কিমি রাইকোনে হয়েছেন পঞ্চম আর ফোর্স ইন্ডিয়ার নিকো হুলকেনবের্গ রেস শেষ করেছেন ছয় নম্বরে৷ অন্যদিকে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রিটিশ লুইস হ্যামিল্টনের ফর্ম বাজে যাচ্ছে৷ দশ নম্বরে থেকে রেস শেষ করেছেন তিনি৷ আরেক ফর্মুলা ওয়ান তারকা জেনসন বাটনের অবস্থা ছিলো আরও খারাপ৷ শুরুটা ভালোই করেছিলেন তিন বছর আগের বিশ্বচ্যাম্পিয়ন, কিন্তু একটু পরেই আরেক গাড়ি এসে পাশ থেকে তাঁকে আঘাত করলে সেখানেই তাঁর সমাপ্তি ঘটে৷ রেডিওতেই বাটনের কথা শোনা যাচ্ছিলো এভাবে, ‘‘কোবায়াসি আমার গাড়িকে আঘাত করেছে, গাধা কোথাকার!''

আরআই/এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য