বর্ষসেরা ফুটবলার মেসি
৮ জানুয়ারি ২০১৩সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়৷ তাঁর বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে তিনি যে এবারও বিশ্বসেরা হবেন, তা বেশ বোঝা যাচ্ছিল৷ ২০১২ সালটা দারুণ কেটেছে তাঁর৷ বার্সেলোনা স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও, মেসি কিন্তু ঠিকই তাঁর জাত চিনিয়েছেন৷ এক পঞ্জিকাবর্ষে জার্মানির সাবেক স্ট্রাইকার জার্ড মুল্যারের গড়া সবচেয়ে বেশি (৮৫) গোলের রেকর্ড ভেঙেছেন৷ সব মিলিয়ে গোল করেছেন ৯১টি৷ এর মধ্যে ৭৯টি বার্সেলোনার হয়ে আর ১২টি আর্জেন্টিনার হয়ে৷
মেসির আগে আর মাত্র দু'জন ফুটবলারই পেরেছেন সর্বোচ্চ তিনবার ফিফা বর্ষসেরার পুরস্কার জিততে, তাঁরা হলেন ব্রাজিলের রোনালদো এবং ফ্রান্সের জিনেদিন জিদান ৷ তবে এই দুই সাবেক ফুটবলারের কেউই অবশ্য টানা তিনবার বর্ষসেরা হননি৷
ফিফা বিশ্বের সেরা ফুটবলারকে পুরস্কৃত করা অবশ্য খুব বেশি আগে শুরু করেনি৷ প্রথমবার এ পু্রস্কার দেয়া হয় ১৯৯১ সালে৷ তার আগে এর প্রচলন হলে পেলে, ম্যারাডোনা তো বটেই, এর বাইরেও অনেক কিংবদন্তির নামই যে এ তালিকায় শোভা পেতো তাতে কোনো সন্দেহ নেই৷
যা হোক, এবার মেয়েদের বর্ষসেরা ফুটবলার হয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাবি ওয়ামবাখ৷ জুরিখের জমকালো অনুষ্ঠানে এর বাইরেও বেশ কিছু পুরস্কার দেয়া হয়৷ এর মধ্যে একটির কথা তো না বললেই নয়৷ পুরুষদের ফুটবলে স্পেনের ভিসেন্তে দেল বস্ক আর মেয়েদের মাঝে সুইডেনের পিয়া স্যান্ডহেজ পেয়েছেন সেরা কোচের স্বীকৃতি৷
এছাড়া গত বছরের সেরা একাদশও বেছে নিয়েছে ফিফা৷ সেখানেও স্প্যানিশ এবং স্প্যানিশ লিগে খেলছেন এমন বিদেশিদেরই জয়জয়কার৷ কে কে আছেন জানেন? ইকার ক্যাসিয়াস (গোলরক্ষক), সার্জিও র্যামোস, জেরার্ড পিকে, মার্সেলো, দানিয়েল আলভেস, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি, জাবি আলনসো, ক্রিস্টিয়ানো রোনালদো, রাদামেল ফ্যালকাও ও লিওনেল মেসি৷
এসিবি/ডিজি (ডিপিএ. এএফপি)