1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল

১০ ডিসেম্বর ২০১২

অথবা নয়৷ সেটা তর্কের বিষয়৷ কিন্তু রবিবার মেসি যে এক মরশুমে সর্বাধিক গোল করার রেকর্ডটা ভাঙলেন, তাতে কোনো সন্দেহ নেই৷ এবং যার ৪০ বছরের পুরনো রেকর্ডটি ভাঙল, তিনি হলেন জার্মানির গের্ট ম্যুলার৷

https://p.dw.com/p/16z1g
Argentina's Lionel Messi (2-R) vies for the ball with German players Lars Bender (R), Holger Badstuber and Jerome Boateng (L) during their friendly soccer match at the Commerzbank-Arena in Frankfurt/Main, Germany, 15 August 2012. Photo: Frank Kleefeldt dpa +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

ফুটবলের ইতিহাস ধরতে গেলে ম্যুলার এবং মেসির মধ্যে কয়েক প্রজন্মের ফারাক৷ কাজেই মেসির তাঁর ৮৬টি গোলে করতে ম্যুলারের চেয়ে ক'টি বেশি ম্যাচ খেলতে হয়েছে, তা নিয়ে চুলচেরা হিসেব করে লাভ নেই৷ ‘ডের বম্বার' নামে পরিচিত ম্যুলার ১৯৭২ সালে বায়ার্ন মিউনিখ এবং জার্মান জাতীয় একাদশের হয়ে খেলে এক মরশুমে ৮৫টি গোল করেন৷ রবিবার রেয়াল বেটিস'এর বিরুদ্ধে খেলায় মেসি করলেন এ মরশুমে তাঁর ৮৫ এবং ৮৬তম গোল৷ হাতে এখনও দুটো খেলা বাকি৷ ম্যুলার যখন ঐ রেকর্ড করেন, তখন তাঁর বয়স ২৭৷ মেসি তাঁর রেকর্ড করলেন ২৫ বছর বয়সে৷

১৯৮৭ সালের ২৪শে জুন আর্জেন্টিনার রোজারিও'য় জন্ম৷ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি৷ ছোটখাটো মানুষটিকে স্বদেশের ফুটবলমোদীরা আদর করে ডাকেন ‘লা পুল্গা' বা ‘মাছি' বলে৷ এফসি বার্সেলোনার সেই সোনার মাছি এখন ফ্রান্সের মিশেল প্লাতিনি এবং নেদারল্যান্ডসের ইওহান ক্রয়েফ'এর মতো খেলোয়াড়দের রেকর্ড ভেঙে পর পর চারবারের মতো ‘বাল দ-র', অর্থাৎ সোনার বল, অর্থাৎ বিশ্বসেরা ফুটবলারের খেতাব জেতার মুখে৷ যে ঘটনাটা এই জানুয়ারিতেই ঘটতে পারে৷

Lionel Messi of Argentina (2L), FIFA World Player of the Year holds his FIFA Ballon d'Or 2011 trophy next to FIFA President Sepp Blatter (L), UEFA President Michel Platini (2R) and Ronaldo (R) during the FIFA Ballon d'Or 2011 soccer awards ceremony at the Kongresshaus in Zurich January 9, 2012. REUTERS/Christian Hartmann (SWITZERLAND - Tags: SPORT SOCCER ENTERTAINMENT)
টানা তিনবার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি, এবারও কি তাই হতে যাচ্ছ?ছবি: Reuters

বস্তুত মেসি বলতে ঠিক যে কোন ম্যাজিকটা বোঝায়, সেটা তাঁর সবচেয়ে বড় ফ্যানরাও বলে উঠতে পারবেন কিনা সন্দেহ৷ অতীতের গের্ট ম্যুলার কি বেকেনবাউয়ার, পেলে কি গ্যারিঞ্চা, এঁদের সম্পর্কে, কিংবা হালে ব্রাজিলের কি পর্তুগালের রোনাল্দো সম্পর্কে যেমন একবারও না ভেবেই বলা যায়, তাঁরা মহান কেন এবং কিসের জন্য – মেসির ক্ষেত্রে সেটা সম্ভব নয়৷

অসাধারণ ড্রিবলিং, নিখুঁত সুযোগসন্ধানী পাসিং এবং সুনিপুণ ফিনিশিং, এই তিনটেকে মেলালে যা হয় আরকি! মেসির আবার বড় রোনাল্দো কি ছোট রোনাল্দোর মতো শো করার অভ্যেস নেই৷ রোভিং ফরোয়ার্ড হিসেবে কখন যে কোথায় তিনি ভোঁ ভোঁ করছেন, বিপক্ষের ডিফেন্সকে তার হিসেব রাখতে হিমশিম খেতে হয়৷ তারপরে হঠাৎ গোলের দিকে দৌড় শুরু করলেই স্টেডিয়াম জুড়ে রুদ্ধশ্বাস প্রতীক্ষা...

মেসি'র বিরুদ্ধে একটিই সমালোচনা বারংবার শোনা যায়: তিনি বার্সেলোনার হয়ে যে খেলা দেখান, স্বদেশের হয়ে সেরকমটি পারেন না কেন? আর্জেন্টিনার হাল্কা নীল আর সাদা ডোরাকাটা জার্সি গায়ে মেসি'র ফলাফল হল ৭৬টি গেমে ৩১টি গোল৷ অথচ মেসি'ও জানেন, পেলে কি মারাদোনা'র পর্যায়ে উঠতে হলে তাঁকে স্বদেশকেও কিছু দিতে হবে, যেমন বিশ্বকাপ, অন্তত কোপা আমেরিকা৷

‘‘আমি জানি – আমার দৃঢ় বিশ্বাস, আমি সেটা করতে পারব,'' সম্প্রতি বলেছেন মেসি৷

এসি/ডিজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য