টম ক্রুজ
৬ সেপ্টেম্বর ২০১২প্রখ্যাত সাময়িকী ‘ভ্যানিটি ফেয়ার' দাবি করেছে, টম ক্রুজের জন্য বান্ধবীর সন্ধানে বিতর্কিত সায়েন্টোলজি চার্চ ২০০৪ সালে অডিশনের আয়োজন করেছিল৷ অনেক অভিনেত্রী সেই অডিশনে অংশ নিয়েছিলেন৷ এই ঘটনার কয়েকবছর আগে নিকোল কিডম্যানের সঙ্গে সম্পর্কের অবসান ঘটান টম ক্রুজ৷ পরবর্তীতে অবশ্য তিনি কেটি হোমসকে বিয়ে করেন৷
ভ্যানিটি ফেয়ারের দাবি, কিডম্যানের সঙ্গে বিচ্ছেদ এবং হোমসের সঙ্গে সম্পর্ক গড়ার মাঝের সময়টিতে চার্চ অডিশনের আয়োজন করেছিল৷ ক্রুজের আইনজীবী বার্ট ফিল্ডস অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি জানান, ভ্যানিটি ফেয়ারের প্রতিবেদনটি কার্যত একটি পুরনো মিথ্যার পুনঃ প্রকাশ যা আগে ‘সুপারমার্কেট' ট্যাবলয়েড প্রকাশ হয়েছিল৷ উভয়ক্ষেত্রে একই ‘মেকি' সূত্র ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি৷
সায়েন্টোলজি চার্চও কড়া ভাষায় ভ্যানিটি ফেয়ারের প্রতিবেদনের সমালোচনা করেছে৷ এমনকি প্রতিবেদকের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা৷ তবে সাময়িকীটির ভাষ্য হচ্ছে, অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে ক্রুজের জন্য পাত্রী খোঁজার প্রকল্পটি হাতে নিয়েছিল চার্চ৷ সায়েন্টোলজি সম্প্রদায়ের প্রধান ডিভেড মিসকাভিজ'এর স্ত্রী সেলি মিসকাভেজ এই প্রকল্পের সঙ্গে জড়িত বলেও দাবি সাময়িকীটির৷
বলাবাহুল্য, গত জুন মাসে হোমস ক্রুজের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেছেন৷ পাঁচ বছর সংসার করার পর হঠাৎ করেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করেন হোমস৷ শোনা যায়, সায়েন্টোলজি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত টম ক্রুজ নাকি তাঁর ছয় বছরের কন্যা সন্তান সূরিকেও এই ধর্মে দীক্ষিত করতে চেয়েছিলেন৷ আর হোমস তাতে রাজি হননি৷ সে কারণেই বিচ্ছেদ এবং মেয়ের অধিকার দাবি করে তিনি আদালতের শরণাপন্ন হন৷
ভ্যানিটি ফেয়ারের দাবি হচ্ছে, ২০০৪ সালে চার্চ আয়োজিত অডিশন থেকে বাছাই করা এক ইরানি বংশোদ্ভূত অভিনেত্রীর সঙ্গে মাসখানেক বাস করেছেন ক্রুজ৷ এরপর সেই সম্পর্ক শেষ হয়ে যায়৷ পরবর্তীতে ২০০৬ সালের নভেম্বরে হোমসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্রুজ৷
এআই / জেডএইচ (এএফপি)