হলিউড সরগরম
২ জুলাই ২০১২অস্ট্রেলিয় মিডিয়া মুঘল রুপার্ট মার্ডকের নাম সকলেই জানেন৷ সম্প্রতি টুইটারে হঠাৎ করেই মুখ খুলেছেন মার্ডক৷ মুখ কুলেছেন বলার চাইতে তেড়ে গালি দিয়েছেন বলে ভুল বলা হবেনা৷ গালির লক্ষ্য আর কেউ নয়, সম্প্রতি বিচ্ছেদ জনিত বিষয়ে খবর হয়ে ওঠা হলিউডি নায়ক টম ক্রুজ৷ মার্ডক বলেছেন, ওই টম ক্রুজ হল এই সায়েন্টোলজি নামের একটা পাগলা ধর্মের এক নম্বরের মাতব্বড়৷ এছাড়াও আরও দু'চারটে বিশেষণ শোনা গেছে মার্ডক সাহেবের টুইটে৷ তবে সেসব আর ক্রুজকে নিয়ে নয়, সেসব ওই সায়েন্টোলজি নিয়েই৷
আসলে মিশন ইম্পসিবলের হিরো টম ক্রুজ আর তাঁর এই নতুন ধর্ম বা ধর্মীয় দর্শন যাই হোক, সেই সায়েন্টোলজি এখন দিব্যি চর্চার বিষয়৷ ধর্মটা কী বা কেমন, তা নিয়ে স্বচ্ছ ধারণা অনেকেরই নেই৷ কিন্তু টমের আছে৷ তিনি এই ধর্মের একজন বড় পান্ডা৷
পান্ডা হয়ে টমের জীবেন এখন একের পর এক সমস্যার সাতকাহন৷ গত সপ্তাহান্তে তাঁর বছর এগারো ধরে একত্রে থাকা স্ত্রী কেটি হোমস বিবাহ বিচ্ছেদের ঘন্টা বাজিয়ে দিয়েছেন৷ কারণ হিসেবে যা বোঝা গেছে তা অন্য নারী বা অন্য পুরুষ নয়, কিংবা শ্বশুরবাড়ির অত্যাচার ইত্যাদি মধ্যযুগীয় সমস্যাও নয়৷ কারণ এক আজব বিষয়৷ আর তাহল এই সায়েন্টোলজি ধর্ম৷
সায়েন্টোলজি ধর্মে মগ্ন টম নাকি তাঁর ছয় বছরের কন্যা সন্তান সূরিকেও এই দর্মে দীক্ষিত করতে চেয়েছিলেন৷ আর কেটি তাতে রাজি হননি৷ সে কারণেই মেয়ের অধিকার দাবি করে কেটি এখন আদালতে৷ আর টমের তিন নম্বর স্ত্রীটিও ভাগলবা হতে চলেছেন৷
একে তো বাড়ির ভিতরে এই অশান্তি৷ বিয়ে ভাঙার মুখে৷ মেয়ের ভবিষ্যৎ নিয়ে টমের মনখারাপ৷ তারওপরে গোদের ওপর বিষফোঁড়ার মত টুইটারে রুপার্ট মার্ডকের মতো নামজাদা ব্যক্তিত্বের এই মন্তব্য৷ যাকে বলা যেতেই পারে কটূকাটব্য৷ আর সবকিছুই সেই সায়েন্টোলজিকে ঘিরে৷
কী করবেন বেচারা টম! তিনি কোন মন্তব্য করেন নি পাল্টা৷ করাটা সঙ্গতও নয়৷ তবে এসব সমস্যার হাত এড়াতে শেষে কী তিনি বিধর্মীই হবেন? এই যত নষ্টের গোড়া ধর্মটাকেই দেবেন ছেড়ে? দেখা যাক মিশন ইম্পসিবলের পেশিওলা হিরো কোন শক্তিতে এই সমস্যা সামলান৷ পেশিশক্তি যে এখানে চলবে না, তা তো বোঝাই যাচ্ছে৷ যুক্তিতেও কল্কে মিলবে না৷ কারণ, বিশ্বের কোন ধর্মই বা যুক্তি বুদ্ধি মানে?
এসইউবি / ডিজি (রয়টার্স)