1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিএসপি নিয়ে অনেক কাজ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ জুলাই ২০১৪

বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে আরো কাজ করতে হবে৷ বিশেষ করে শ্রমিক অধিকার এবং নিরাপত্তার বিষয়ে আরো অগ্রগতি দেখতে চায় যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/1CV4e
ছবি: Reuters

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) ফিরে পেতে শর্ত পূরণের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতি হলেও শ্রমিকদের অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই আরও কাজ করতে হবে৷

তারা জানায়, বাংলাদেশ এ পর্যন্ত নতুন ১২০টি ট্রেড ইউনিয়নের নিবন্ধন দিয়েছে৷ ইউনিয়ন করার কারণে শ্রমিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দেয়া বন্ধ আছে৷ কিন্তু ইপিজেড এলাকায় শ্রমিক ইউনিয়ন গঠনের অধিকার এখনো দেয়া হয়নি৷ আর শ্রমিক হয়রানি এবং নির্যাতনও বন্ধ হয়নি৷

ত্রুটিপূর্ণ পোশাক কারখানা পরিদর্শন এবং সংস্কারের ব্যাপারে বলা হয়েছে, অ্যালায়েন্স এবং অ্যাকর্ড এক হাজারের বেশি পোশাক কারখানা পরিদর্শন করেছে৷ এর মধ্যে ২০টি কারখানা ত্রুটিপূর্ণ৷ কিন্তু এ সব কারখানা ভবন সংস্কার বা নতুন কারখানা ভবন স্থাপনে সরকারের পক্ষ থেকে তেমন কোন আগ্রহ দেখান হচ্ছে না৷ যুক্তরাষ্ট্র মনে করে, কয়েক'শ ত্রুটিপূর্ণ ভবন পরিদর্শনের বাইরে রাখা হয়েছে৷

রানা প্লাজা ধসের পর শ্রমিক অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তার নাজুক পরিস্থিতির কারণে ২০১৩ সালের জুন মাসে বারাক ওবামা প্রশাসন সে দেশে বাংলাদেশি পণ্যের জিএসপি-সুবিধা সাময়িকভাবে স্থগিত করে৷ জিএসপি ফিরে পেতে বাংলাদেশ সরকারকে একটি কর্মপরিকল্পনা দেয় ওবামা প্রশাসন৷ এর শর্তগুলো পূরণের ওপর বাংলাদেশের জিএসপি-সুবিধা ফিরে পাওয়া নির্ভর করছে৷

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সব শর্ত বাস্তবায়নে বাংলাদেশ সরকারের অগ্রগতি পর্যবেক্ষণ করেছে ওবামা প্রশাসন৷ কিন্তু বাংলাদেশ সরকার এখনো ওই কর্মপরিকল্পনার উল্লেখযোগ্য অংশ বাস্তবায়ন করেনি৷

Bangladesh Dhaka Kleidungsherstellung Mitarbeiter
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রমিকদের অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে আরও কাজ করতে হবেছবি: DW/M. Mamun

শ্রমিকদের অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তার উন্নয়নে বাংলাদেশকে আরও কাজ করতে হবে বলে পর্যবেক্ষণে বলা হয়েছে৷

মার্কিন জিএসপি উপকমিটি ২০১৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের অগ্রগতির পরবর্তী পর্যবেক্ষণ করবে৷

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, এ পর্যন্ত ১৫০টি নতুন শ্রমিক ইউনিয়ন গঠন করা হয়েছে৷ তবে কৌশলে শ্রমিকদের ইউনিয়ন থেকে বিরত রাখার প্রক্রিয়া অব্যাহত আছে৷ তিনি বলেন, ইপিজেড এলাকায় ট্রেড ইউনিয়নের জন্য আইনের সংস্কার প্রয়োজন, তা করা হচ্ছে না৷

তিনি আরও জানান, ত্রুটিপূর্ণ ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণ এবং শ্রমিক নিরাপত্তার ব্যাপারে মালিকদের এক ধরনের অনীহা আছে৷ তারা সংস্কার না করে কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের বিপাকে ফেলছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য