1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শর্ত পূরণের প্রতিবেদন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ এপ্রিল ২০১৪

জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেয়া শর্তপূরণের অগ্রগতি জানাতে যাচ্ছে বাংলাদেশ সরকার৷ চলতি মাসের ১৫ তারিখের মধ্যে এ প্রতিবেদন জমা দেয়া হবে৷ মালিক-শ্রমিকদের মধ্যে সমস্যা সমাধানের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে৷

https://p.dw.com/p/1BbTP
Bangladesch Rana Plaza Bergungsarbeiten Archiv 24.04.2013
ছবি: Reuters

তাজরীন ফ্যাশানস-এ আগুন এবং রানা প্লাজা ধসে মোট ১,৩৪২ জন পোশাক শ্রমিকের মৃত্যুর পর জিএসপি গত বছরের ২৭শে জুন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করা হয়৷ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক কখনোই জিএসপি সুবিধা না পেলেও পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিক নিরাপত্তা নিয়েই জিএসপি স্থগিত হয়৷ আর আগামী মাসে সিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টি পূনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র৷

যুক্তরাষ্ট্র জিএসপি ফিরে পেতে ১৬টি শর্ত দিয়েছে৷ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, ‘‘শর্তগুলো বাংলাদেশ আন্তরিকতার সঙ্গে এবং অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে যাচ্ছে৷ তাঁর মতে, এরই মধ্যে ১৩টি শর্ত পূরণ করা হয়েছে৷ ১৫ই এপ্রিলের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে একটি অগ্রগতি রিপোর্ট দেয়া হবে৷'' তিনি আশা করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তব অবস্থা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে জিএসপি সুবিধা ফিরিয়ে দেবে৷

বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘তৈরি পোশাক শিল্পের মালিক ও শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য উভয় পক্ষের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ চলতি মাসের মধ্যে এ কমিটি গঠন করা হবে৷ যেখানে উভয় পক্ষের যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে৷''

এদিকে বাণিজ্যমন্ত্রী আশা করলেও এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি৷ আর মার্চের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেছেন, জিএসপি ফিরে পেতে বাংলাদেশকে আরো কাজ করতে হবে৷ গত মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর দেখা দেখা করে জিএসপি নিয়ে কথা বললেও মার্কিন দূত জিএসপি-র বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি৷

আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘১৬টি শর্তের মধ্যে মূল ৩টি শর্ত – শ্রমিক নিরাপত্তা, কাজের পরিবেশ এবং ট্রেড ইউনিয়ন নিয়ে ভাল কোনো অগ্রগতি নেই৷ আর ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যালান ডানকানও বাংলাদেশ সফরে এসে বুধবার পোশাক কারখানার সার্বিক পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছেন৷ এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রাইমিয়া এবং উপজেলা নির্বাচনে ভোট জালিয়াতি ইস্যু৷ তাই এ যাত্রায় আপাতত জিএসপি ফিরে পাওয়ার আশা করা যায়না৷'' তিনি আরও বলেন, ‘‘তানজানিয়ার জিএসপি ফিরে পেতে ৭ বছরেরও বেশি সময় লেগেছিল৷ আর জিএসপি ফিরে পাওয়ার সেটিই সবচেয়ে কম সময়ের রেকর্ড৷ তাই বাংলাদেশ কত দিনে ফিরে পায় সেটিই এখন দেখার বিষয়৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য