জার্মানির বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে ছুরিধারী নিহত
২৪ এপ্রিল ২০২৪বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ফ্যাকাল্টি ভবনের গ্রন্থাগারে এই ঘটনা ঘটে৷ সেই সময় ভবনের অন্যত্র লেকচার চলছিল৷
পুলিশ বলছে, ৩১ বছর বয়সি এক জার্মান নাগরিকের হাতে বড় ছুরি ছিল৷ তিনি গ্রন্থাগারের এক কর্মীকে আঘাত করেছিলেন৷ ‘হুমকি পরিস্থিতি' তৈরি হওয়ায় পুলিশ গুলি করেছে বলে দাবি করা হয়েছে৷
সরকারি কৌঁসুলি বলেছেন, কয়েক দফা খারাপ আচরণের কারণে নিহত ব্যক্তিকে গ্রন্থাগারে নিষিদ্ধ করা হয়েছিল৷
পুলিশ আগে থেকেই ঐ ব্যক্তিকে চিনতো৷
বাডেন-ভ্যুর্টেমব্যার্গ রাজ্যের ক্রিমিনাল পুলিশ অফিস পুলিশের অস্ত্র ব্যবহারের বিষয়টি তদন্ত করছে৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, এএফপি)