জার্মানির ক্রিসমাস মার্কেটে মদ্যপ রেকুনের মাতলামি
৯ ডিসেম্বর ২০১৯এক পর্যায়ে ঘুমিয়ে পড়লে প্রাণীদের একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে৷
শনিবার জার্মানির মধ্যাঞ্চলের নগরী এরফুর্টে এ ঘটনা ঘটে৷ রেকুনটি বেশখানিকটা মল্টেড ওয়াইন গিলে ফেলে শুরুতে টলতে থাকে, তারপর মাতলামো শুরু করে৷ পথচারীরা তার কাণ্ডকারখানা উপভোগ করছিলেন৷ পরে পুলিশ এসে সেটিকে সরিয়ে নেয়৷
এরফুর্ট সিটি পুলিশের এক মুখপাত্র বলেন, রেকুনটি ‘নিশ্চয়ই মদপান' করেছে৷
‘‘যদিও, মদ্যপ কিনা তা প্রমাণে শ্বাসযন্ত্রের যে পরীক্ষা সেটি প্রাণীটির করানো হয়নি৷''
ধারণা করা হচ্ছে, মার্কেটে গিয়ে লোকজনের রেখে যাওয়া ওয়াইনের গ্লাসের তলানি পান করেই রেকুনটির ওই অবস্থা হয়৷
পথচারীরা রেকুনের মাতলামির ভিডিও করেছেন৷ সেগুলোতে দেখা যায়, সেটি টলমল পায়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে৷ এক নারীর জুতা নিয়ে খেলার পর সে একটি ভবনের সামনে বসে ঘুমিয়ে পড়ে৷
দমকল কর্মীরা সেখান থেকে সেটিকে প্রাণীদের একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়৷
এর আগে ২০১৮ সালে এরফুর্ট গির্জা থেকে দুইটি মাতাল সজারুকে সরিয়ে নিয়েছিল পুলিশ৷ পরে প্রাণীদুটিকে স্থানীয় চিড়িয়াখানায় দিয়ে দেওয়া হয়৷
চাজে ভিইন্টার / এনএনএল