জার্মানিতে ৬০ বছরের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু সবচেয়ে কম
২৭ ফেব্রুয়ারি ২০২২২০২১ সালে জার্মানিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা রেকর্ড পরিমাণ কমেছে৷ শুক্রবার জার্মানির ফেডারেল স্ট্যাটিসটিক্যাল অফিসের প্রকাশিত প্রতিবেদন জানিয়েছে এই তথ্য৷ গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই হাজার ৫৬৯ জন৷ মৃত্যুর সংখ্যা ২০২০ সালের তুলনায় ছয় ভাগ এবং ২০১৯ সালের তুলনায় ১৬ ভাগ কমেছে৷
করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর বেশিরভাগ জার্মান বাসায় অবস্থান করছেন৷ অফিসও করছেন বাসা থেকে৷ ফলে সড়কে যান চলাচল ছিলো তুলনামূলক অনেক কম৷ গত বছরে সড়ক দুর্ঘটনায় নিহতদের সংখ্যা জার্মানির গত ৬০ বছরের রেকর্ডের মধ্যে ছিল সবচেয়ে কম৷
জার্মানিতে সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগী কারা?
গত বছরের শুরুতে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ছিল সবচেয়ে কম৷ ২০২১ সালের প্রথম ১১ মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৮ ভাগ কমে গিয়েছিল, আর সাইকেল আরোহীদের জন্য এটা ছিল সবচেয়ে নিরাপদ সময়৷ পথচারী, ইবাইক চালক এবং যাত্রীবাহী গাড়িতেও দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেক কম ছিল৷ কেবল মালামাল বহনকারী গাড়িগুলো বেশি দুর্ঘটনায় পড়েছিল৷ গত বছর মালামাল বহনকারী ১৩৪টি গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল৷
কোথায় ঘটেছিল সবচেয়ে বেশি দুর্ঘটনা?
সড়ক দুর্ঘটনায় ২০২১ সালে মোট ৫৪ হাজার ৮২৬ জন আহত হয়েছেন, যা আগের বছরের তুলনায় সাড়ে পাঁচ ভাগ কম৷ গত বছর ২৩ লাখ দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে পুলিশের নথিপত্রে৷ এর মধ্যে তিন লাখ ২৪ হাজার দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে৷ সবচেয়ে বড় দুই রাজ্য নর্থ রাইন ওয়েস্টফেলিয়া ও বাভারিয়াতেই বেশি দুর্ঘটনা ঘটেছে৷ ২০২১ সালে বাভারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৪৩ জন, ২০২০ সালের তুলনায় যা কম৷
আলেক্স বেরি/এপিবি