1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে মানুষের ভিড়ে গাড়ি, আহত সাত

২৬ জুলাই ২০২০

জার্মানির রাজধানীর বার্লিনে পথচারীদের ভিড়ের উপর গাড়ি তুলে দেয়ায় সাতজন আহত হয়েছেন৷ এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর৷

https://p.dw.com/p/3fvXv
জার্মানির রাজধানীর বার্লিনে পথচারীদের ভিড়ের উপর গাড়ি তুলে দেয়ায় সাতজন আহত হয়েছেন৷ এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর৷
ছবি: Reuters/F. Bensch

স্থানীয় সময় রোববার সকাল সাতটার দিকে হার্ডেনব্যার্গপ্লাৎসে একটি রেল স্টেশনের বাইরে এই ঘটনা ঘটেছে৷ বেশ কয়েকজন পথচারী গুরুতর আহত হয়েছেন বলে টুইটে জানিয়েছে বার্লিনের অগ্নি নিরাপত্তা বিভাগ৷ সহায়তার জন্য তারা হেলিকপ্টারও পাঠিয়েছে৷

এদিকে চাপা দেয়া যানটির চালককে আটক করেছে বার্লিন পুলিশ৷ এ নিয়ে তদন্ত চলছে৷ তবে ঘটনার সঙ্গে এখন পর্যন্ত রাজনৈতিক বা ধর্মীয় উগ্রবাদের কোন যোগসূত্রের ইঙ্গিত পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ৷

পরবর্তীতে পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সী চালক বামে ঘুরতে গিয়ে গতির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিল৷ 

জার্মান সংবাদপত্র বিল্ড তাদের প্রতিবেদনে বলেছে, আহতদের একজন গাড়ির নিচে আটকা পড়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন৷ এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের অনেকেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন৷ তাদেরকে কাউন্সেলিং দেয়া হয়েছে, জানিয়েছে বিল্ড৷

এফএস/এআই (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান