বার্লিনে মানুষের ভিড়ে গাড়ি, আহত সাত
২৬ জুলাই ২০২০স্থানীয় সময় রোববার সকাল সাতটার দিকে হার্ডেনব্যার্গপ্লাৎসে একটি রেল স্টেশনের বাইরে এই ঘটনা ঘটেছে৷ বেশ কয়েকজন পথচারী গুরুতর আহত হয়েছেন বলে টুইটে জানিয়েছে বার্লিনের অগ্নি নিরাপত্তা বিভাগ৷ সহায়তার জন্য তারা হেলিকপ্টারও পাঠিয়েছে৷
এদিকে চাপা দেয়া যানটির চালককে আটক করেছে বার্লিন পুলিশ৷ এ নিয়ে তদন্ত চলছে৷ তবে ঘটনার সঙ্গে এখন পর্যন্ত রাজনৈতিক বা ধর্মীয় উগ্রবাদের কোন যোগসূত্রের ইঙ্গিত পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ৷
পরবর্তীতে পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সী চালক বামে ঘুরতে গিয়ে গতির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিল৷
জার্মান সংবাদপত্র বিল্ড তাদের প্রতিবেদনে বলেছে, আহতদের একজন গাড়ির নিচে আটকা পড়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন৷ এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের অনেকেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন৷ তাদেরকে কাউন্সেলিং দেয়া হয়েছে, জানিয়েছে বিল্ড৷
এফএস/এআই (ডিপিএ, এপি)