জার্মানিতে মসজিদের নিরাপত্তা
১২ মার্চ ২০১৮রবিবার রাতে বার্লিনের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে যা গত দু'মাসে জার্মানিতে মসজিদে হামলার ২৪তম ঘটনা বলে জানিয়েছে তুর্কি ইসলামি সংগঠন ডিটিব৷ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় যে, ইচ্ছাকৃতভাবে একের পর এক মসজিদে হামলা চালানো হচ্ছে৷
ডিটিব বিবৃতিতে মুসলমানদের প্রার্থনালয় রক্ষায় জার্মান কর্তৃপক্ষকে আরো সচেষ্ট হওয়ার পাশাপাশি ঘটে যাওয়া হামলার পেছনে কারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে৷
প্রসঙ্গত, ডিটিব জার্মানিভিত্তিক সংগঠন হলেও তুর্কি সরকারের সঙ্গে এটির ঘনিষ্ঠ সংযোগ রয়েছে৷ সংগঠনটি দাবি করেছে, মসজিদে একের পর এক হামলা সত্ত্বেও সাধারণ মানুষ নিরব রয়েছে যা উগ্র-ডানপন্থি এবং ‘বিদেশি বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের (জার্মান) শাখাগুলোর' কাছে এসব হামলার প্রতি নিরব সমর্থন বলে মনে হচ্ছে৷
পুলিশ জানিয়েছে, বার্লিনের রাইনিকেনডর্ফ জেলার মসজিদে সম্ভবত তিন তরুণ অগ্নিসংযোগ করেছে৷ আগুনে কেউ আহত না হলেও মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থনালয়টির ভেতরের আসবাবপত্রসহ সবকিছু ধ্বংস হয়ে গেছে৷
বার্লিনে মসজিদে হামলা ছাড়াও একই দিনে মেশেডা শহরে তুর্কি অভিবাসী এসোসিয়েশনের কার্যালয়ে আগুন বোমা ছোঁড়া হয়েছে৷ আর শুক্রবার লাওফেনে আরেক মসজিদে হামলার ঘটনা ঘটে৷ এসব হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি৷ তবে পুলিশ এ সবের তদন্ত করছে৷
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে যাতে গতবছর দেশটিতে মুসলিমবিরোধী ৯৫০টি ঘটনা ঘটেছে বলে উল্লেখ রয়েছে৷ আর এসব অপরাধের অনেকগুলোর সঙ্গে উগ্র-ডানপস্থিরা জড়িত৷
মসজিদের সাম্প্রতিক হামলাগুলোর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে কিনা তাও অবশ্য খতিয়ে দেখছে পুলিশ৷ সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত আফ্রিন অঞ্চলে তুর্কি সামরিক বাহিনীর হামলা নিয়ে জার্মানিতে বসবাসরত কুর্দিরা ক্ষিপ্ত রয়েছেন৷ তাই সিরিয়ায় সেই লড়াইয়ের প্রভাবে এসব হামলা হচ্ছে কিনা, তাও বিবেচনায় রাখছে কর্তৃপক্ষ৷
এআই/ডিজি (এপি, ডিপিএ, কেএনএ)