জার্মানিতে ফ্রি ওয়াইফাইয়ের বাধা কাটলো
৩০ জুলাই ২০১৮জার্মানিতে বিভিন্ন প্রতিষ্ঠান ফ্রি ওয়াইফাই হটস্পট দিয়ে থাকে, যেখানে এসে যেকেউ চাইলে স্মার্ট ফোন বা ল্যাপটপে ডেটা কানেকশন নিতে পারেন কোন ধরনের অর্থ ছাড়াই৷
তবে ঝামেলা ছিলো অন্যখানে৷ এ সব হটস্পট ব্যবহার করে কেউ কপিরাইট করা কিছু বেআইনিভাবে ডাউনলোড করলে দায়ী হবে কে? এ তর্কের মীমাংসায় অনেকদিন ধরেই আদালতে মামলা চলছিল৷
তবে সম্প্রতি এক রায়ে আদালত জানিয়েছে, এই অবৈধ কাজের দায় কোনোভাবেই ফ্রি ওয়াইফাই দেয়া প্রতিষ্ঠান বা ব্যক্তির ঘাড়ে চাপানো যাবে না৷
এ নিয়ে একটি আইন অবশ্য ২০০৭ সাল থেকেই ছিল৷ কিন্তু তবুও অনেকেই ভয় পাচ্ছিলেন, জার্মানিতে তাঁদের কোনো সমস্যায় পড়তে না হলেও কপিরাইট ভঙ্গের অভিযোগে ইউরোপিয়ান আইনে তাঁদের কোনো ঝামেলায় পড়তে হয় কিনা৷
মামলাটা অবশ্য ২০১৩ সালের একটি ঘটনাকে ঘিরে৷ এক ব্যক্তি একটি কপিরাইট করা খেলা ডাউনলোড করে নিজে আবার আপলোড করে দেন৷ কিন্তু এ জন্য তাঁকে জরিমানা করা হলে, তা তিনি দিতে অস্বীকৃতি জানান৷
এই প্রযুক্তিকর্মী টর নামের একটি যোগাযোগ সফটওয়্যার পরিচালনায় একাধিক সার্ভার পরিচালনা করতেন৷ সেই মাধ্যম ব্যবহার করে এক ব্যবহারকারী জার্মান ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ডিপ সিলভারের তৈরি করা ভিডিও গেম ‘ডেড আইল্যান্ড' ডাউনলোড করেন৷
২৬ জুলাইয়ের রায়ে জার্মানির সর্বোচ্চ অপরাধ আদালত ফেডারেল কোর্ট অব জাস্টিস জানিয়েছে ২০১৭ সালের জার্মান টেলিমিডিয়া আইন এ বিষয়ক ইউরোপের যে আইন রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ৷
তবে এই বিষয়ে সবশেষ সিদ্ধান্তের জন্য মামলাটি এবার পাঠানো হবে ব্রাসেলসে৷ সেখানে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস মামলাটি বিষয়ে মতামত জানাবে৷
এলিজাবেথ শুমাখার/এডিকে