বিশ্বের সবচেয়ে সফল ১০টি স্টার্টআপ
বিলিয়ন ডলার ক্লাবের তালিকায় উবার, এয়ার বিএনবিসহ যেসব স্টার্টআপ আছে, তাদের মূল্যমান কত, কবে এগুলোর প্রতিষ্ঠা হয়েছে, কে প্রতিষ্ঠাতা– জানতে পারবেন এই ছবিঘরে৷ তথ্য নেয়া হয়েছে ওয়ালস্ট্রিট জার্নালের এ বছরের প্রতিবেদন থেকে৷
উবার
মূল্যমান ৬৮ বিলিয়ন মার্কিন ডলার৷ ২০০৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়৷ এর প্রধান নির্বাহী (সিইও) ট্রাভিস ক্যালানিক৷ উবার হলো বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ৷ কোনো গাড়ির সেবা পেতে স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে ব্যবহার করা হয় উবার৷
ডিডি চুঝিং
ডিডি কুয়াইদি আবার ডিডি চুঝিং নামেও পরিচিত৷ এটি চীনের সর্ববৃহৎ গাড়ি সেবা দাতা প্রতিষ্ঠান৷ ২০১২ সালে এটি প্রতিষ্ঠিত হয়৷ এর মূল্যমান ৫৬ বিলিয়ন মার্কিন ডলার৷ সিইও ওয়েই চেং৷
শাওমি
শাওমি কর্পোরেশনের সদরদপ্তর চীনের রাজধানী বেইজিংয়ে৷ বিশ্বের চতুর্থ বৃহৎ স্মার্টফোন তৈরিকারী প্রতিষ্ঠান এটি৷ এর মূল্যমান ৪৬ বিলিয়ন মার্কিন ডলার৷ ২০১০ সালে এটি প্রতিষ্ঠিত হয়৷ এর সিইও জুন লেই৷
এয়ারবিএনবি
২০০৮ সালে প্রতিষ্ঠিত এই স্টার্টআপ কোম্পানিটি মূলত একটি সোশ্যাল ওয়েবসাইট৷ কোথাও বেড়াতে বা কাজে গেলে এয়ারবিএনবিতে মানুষ থাকার জায়গা খোঁজে৷ ১৯০টি দেশের ৩৪ হাজার শহরে এটি কাজ করে৷ প্রতিষ্ঠাতা সানফ্রান্সিস্কোর ব্রায়ান চেস্কি, জো গেবিয়া এবং নাথান ব্লেচারজিক৷ এর মূল্যমান ৩১ বিলিয়ন মার্কিন ডলার৷
স্পেসএক্স
স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন বা স্পেসএক্সের সদরদপ্তর ক্যালিফোর্নিয়ার হাওথ্রোনে৷ এটি মহাকাশ যান, রকেট উৎক্ষেপণ– এই সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও নকশা তৈরি করে৷ ২০০২ সালে এটি প্রতিষ্ঠিত হয়৷ প্রতিষ্ঠাতা এলোন মাস্ক৷ এর মূল্যমান ২১ বিলিয়ন মার্কিন ডলার৷
উইওয়ার্ক
বিভিন্ন পেশার মানুষ এই স্টার্টআপের সাহায্যে একই অফিসে বসে কাজ করতে পারেন৷ উত্তর অ্যামেরিকা, ইউরোপ এবং ইসরায়েলের ২০টিরও বেশি শহরে এটি চালূ আছে৷ এর ভোক্তা হলেন স্টার্টআপ, ফ্রিল্যান্সার এবং ক্ষুদ্র ব্যবসায়ী, যারা মাসিক ভাড়ায় বিভিন্ন স্থানে এক বা একাধিক অফিসে কাজ করতে পারেন৷ এর মূল্যমান ২০ দশমিক ২ বিলিয়ন ডলার৷ ২০১০ সালে নিউইয়র্কে এটি প্রতিষ্ঠিত হয়৷
প্যালানটির
প্যালানটির টেকনোলজিস ইনকরপোরেশন একটি বেসরকারি অ্যামেরিকান সফটওয়্যার এবং সেবাদানকারী প্রতিষ্ঠান, যারা মূলত তথ্য বিশ্লেষণ করার জন্য বিশেষভাবে পরিচিত৷ সরকারি প্রতিষ্ঠান, যেমন সিআইএ, এফবিআই– এদের সফটওয়্যার ব্যবহার করে থাকে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণের জন্য৷ এর মূল্যমান ২০ বিলিয়ন মার্কিন ডলার৷ ২০০৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়৷ (ছবিতে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আলেকজান্ডার কার্প)
লুফ্যাক্স
এই স্টার্টআপের পুরো নাম লুজিয়াসুই ইন্টারন্যাশনাল ফিন্যানশিয়াল অ্যাসেট এক্সচেঞ্জ করপোরেশন লিমিটেড৷ এটি একটি অনলাইন ইন্টারনেট ফিন্যান্স মার্কেট প্লেস, যার সদরদপ্তর সাংহাইয়ের লুজিয়াসুই এ৷ ২০১১ সালে এর পথচলা শুরু হয়৷ এর মূল্যমান ১৮ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার৷
মেইতুয়ান-ডিয়ানপিং
মেইতুয়ান-ডিয়ানপিং চীনের সর্ববৃহৎ ‘গ্রুপ ডিল ওয়েবসাইট’৷ অর্থাৎ এই কোম্পানি আপনাকে কেনাকাটার জন্য ভাউচার, স্থানীয় নানা সেবা, বিনোদনের ভাউচার, যেমন সিনেমার টিকেট এবং রেস্তোরাঁর বুকিং– এসব সেবা দেয়৷ চীনের রাজধানী বেইজিংয়ে ২০১৫ সালে এটির প্রতিষ্ঠা হয়৷ এই কোম্পানির মূল্যমান ১৮ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার৷
পিনটারেস্ট
পিনটারেস্ট একটি ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন কোম্পানি, যারা সফটওয়্যার সিস্টেমের নকশা করে, যাতে তথ্য উদঘাটন করা যায় পুরো বিশ্বের ওয়েব থেকে৷ এজন্য তারা ছবি, গিফ এবং ভিডিও ব্যবহার করে৷ এর মূল্যমান ১২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার৷ ২০০৮ সালে সানফ্রান্সিস্কোতে এটির প্রতিষ্ঠা হয়৷