1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে অজগর নিয়ে আতঙ্ক

২৪ এপ্রিল ২০২৩

জার্মানির বিটবার্গে অজগর গলায় জড়িয়ে খোলা হাওয়ায় হাঁটতে গেছিলেন এক ব্যক্তি। মানুষ ভয় পেয়ে পুলিশকে খবর দেন।

https://p.dw.com/p/4QTG7
ছবি: Kyna studio/Zoonar/picture alliance

বিটবুর্গের পুলিশ সঙ্গে সঙ্গে চলে আসে। তারা দেখে, হলুদ ও সাদা রঙের অ্যালবিনো অজগরকে গলায় ঝুলিয়ে মানুষটি হাঁটছে। পুলিশ জানতে চাইলে ওই ব্যক্তির জবাব, অজগর তার পোষা। তাকে নিয়ে তিনি একটু হাওয়া খেতে বেড়িয়েছেন।

পুলিশ জানিয়েছে, খুব কাছ থেকে পরীক্ষার পর বোঝা যায়, ওই অজগর ভয়ের কারণ হতে পারে না। তাকে রাখার জন্য বিশেষ অনুমতির দরকার নেই।

তবে অজগর দেখেই মানুষ খুব ভয় পেয়ে যায়। আতঙ্ক তৈরি হয়। সেজন্যই অনেকে বারবার করে পুলিশকে ফোন করেন।

রোববার বিটবুর্গে এই ঘটনা ঘটেছে।

জিএইচ/এসজি(এএফপি, ডিপিএ)