জার্মান সেনাবাহিনী সংস্কারের অঙ্গীকার করলেন মন্ত্রী
১১ মে ২০১৭বুধবার জার্মান সংসদে বিরোধী রাজনীতিকদের তোপের মুখে পড়েন প্রতিরক্ষামন্ত্রী৷ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে সেই দোষ শরণার্থীদের উপর চাপানোর পরিকল্পনা করছিলেন বলে ঐ দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ তাঁরা হলেন ফ্রাংকো এ. এবং মাক্সিমিলিয়ান টি.৷ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ফ্রাংকো সিরীয় শরণার্থী হিসেবে জার্মানিতে আশ্রয়ের আবেদন করেছিলেন৷ তাঁর সেই আবেদন গৃহীতও হয়েছিল৷ অবশেষে ফেব্রুয়ারিতে ভিয়েনার বিমানবন্দরের ভেতরে টয়লেটে বন্দুক লুকাতে গিয়ে ধরা পড়েন ফ্রাংকো৷ এরপরই সেনাবাহিনীতে চরম ডানপন্থি ভাবধারায় উদ্বুদ্ধ সদস্য থাকার বিষয়টি জার্মানিতে বেশ আলোচিত হয়ে ওঠে৷
ফ্রাংকোর গ্রেপ্তারের পর তদন্তের এক পর্যায়ে মাক্সিমিলিয়ানকে গ্রেপ্তার করা হয়৷ তারপর জানা যায়, তাঁরা সেনাবাহিনীর অস্ত্র চুরি করে তৃতীয় এক ব্যক্তির বাসায় রেখেছেন৷ সেই সূত্রে মাটিয়াস এফ. নামের এক শিক্ষার্থীকেও গ্রেপ্তার করা হয়েছে৷
শুধু তাই নয়, জার্মানির এক সেনা ব্যারাকে নাৎসি আমলের স্মৃতিবিজড়িত কিছু জিনিসও পাওয়া গেছে৷
নতুন বিষয়?
জার্মান সেনাসদস্যদের মধ্যে চরম ডানপন্থিদের উপস্থিতির বিষয় নিয়ে এখন আলোচনা চললেও বিষয়টি আসলে নতুন নয়৷ ফ্রাংকো যে এই ভাবধারায় উদ্ধুদ্ধ সেটি আগেই জানা ছিল৷ তাঁর মাস্টার্স থিসিসের বিষয়ও সেরকম ধারণা দিয়েছে৷ কিন্তু তারপরও কোনো ব্যবস্থা গ্রহণ না করার বিষয়টি নিয়ে এখন বেশ সমালোচনা হচ্ছে৷
জার্মান সংসদের প্রতিরক্ষা বিষয়ক কমিটির প্রধান রাইনার আরনোল্ড বলেন, ‘‘দু’জনেই (ফ্রাংকো ও মাক্সিমিলিয়ান) রাডারের মধ্যে ছিল, দুইজনের বিষয়ই জানা ছিল এবং (কর্তৃপক্ষ) দু'জনের বিষয়টিই উপেক্ষা করে গেছে৷ এদের কাজ ভালোভাবে পর্যবেক্ষণ না করার বিষয়টি বড় ধরনের ভুল ছিল৷’’
সাবেক সেনাসদস্য ও বর্তমানে নিও-নাৎসি হিসেবে পরিচিত ক্রিস্টিয়ান ভাইসগ্যার্বার জার্মানির সরকারি টেলিভিশনকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘সেনাবাহিনীতে এত জাতীয়তাবাদী-রক্ষণশীল ও বর্ণবাদী মানুষ আছে যে, হঠাৎ করে এখন সবাই একে যে নতুন বিষয় বলে ভাবছে, তা আমার কাছে হাস্যকর মনে হচ্ছে৷’’
ভাইসব্যার্গারের কথার প্রমাণ মেলে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এপ্রিল মাসের একটি প্রতিবেদনে৷ সেখানে বলা হয়েছে, সামরিক গোয়েন্দা সংস্থা বর্তমানে ২৭৫ জন সেনার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে, যাদের বিরুদ্ধে ‘চরম-ডানপন্থি কার্যকলাপ’এ জড়িত হওয়ার অভিযোগ উঠেছে৷
প্রতিরক্ষামন্ত্রীর অঙ্গীকার
ফন ডেয়ার লায়েন বলেন, সেনাবাহিনীতে চরম ডানপন্থি ভাবধারার সদস্যদের উপস্থিতির প্রেক্ষিতে সেনাবাহিনীতে আমূল সংস্কার আনার পরিকল্পনা করা হচ্ছে৷ এর আওতায় সব সেনাদের ‘রাজনৈতিক শিক্ষা’য় শিক্ষিত করে তোলা হবে৷ ভবিষ্যতে এ ধরনের ঘটনা সবার নজরে আনার বিষয়টি ‘আরও দ্রুত ও দক্ষ উপায়ে’ করা হবে৷ সেনাবাহিনীর ‘ট্র্যাডিশন ডিক্রি’ আবার নতুন করে লেখা হবে৷ সবশেষ ১৯৮২ সালে এটি হালনাগাদ করা হয়েছিল৷ জার্মান সেনাবাহিনীর ইতিহাস কীভাবে দেখা উচিত তা ট্র্যাডিশন ডিক্রিতে উল্লেখ আছে৷
বেন নাইট/জেডএইচ