জার্মান সামরিক বাহিনীর এই অবস্থা!
২৩ ফেব্রুয়ারি ২০১৮জার্মান সংসদের সামরিক বাহিনী বিষয়ক কমিশনার হান্স-পেটার-বার্টেলসের তৈরি সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে৷
রিপোর্টে জানানো হয়, ২০১৭ সালের শেষের দিকে একসঙ্গে জার্মানির সব সাবমেরিন সংস্কারের জন্য ড্রাইডকে রাখা ছিল৷ এছাড়া, গত কয়েকমাসের মধ্যে এমনও সময় গেছে যখন বিমানবাহিনীর কাছে থাকা ১৪টি এ৪০০এম পরিবহণ বিমানের একটিও ওড়ার মতো অবস্থায় ছিল না৷ রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণ বিমানগুলো বছরের বেশিরভাগ সময় ওয়ার্কশপে থাকায় বৈমানিকরা প্রশিক্ষণের সুযোগ পাননি বলেও প্রতিবেদনে বলা হয়েছে৷
যন্ত্রাংশ ও সঠিক পরিকল্পনার অভাবে গতবছর ফাইটার প্লেন, ট্যাঙ্ক, হেলিকপ্টার, জাহাজগুলোর অবস্থাও ভালো ছিল না বলে বার্টেলসের প্রতিবেদনে উল্লেখ করা হয়৷ প্রায় ২১ হাজার অফিসার ও নন-কমিশন্ড অফিসারের পদ শূন্য থাকায় সেনারা নেতৃত্বের অভাববোধ করছেন বলে জানান বার্টেলস৷
উল্লেখ্য, জার্মান সংসদের সামরিক বাহিনী বিষয়ক কমিশনার প্রতিবছরই সামরিক বাহিনীর অবস্থা নিয়ে এরকম প্রতিবেদন প্রকাশ করে থাকেন৷
বার্টেলস বলেন, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকার গতবছর জার্মান সামরিক বাহিনীর আকার বাড়ানো ও আগামী সাত বছর ধরে বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন৷ কিন্তু তখন থেকে বাজেট ‘বলার মতো বাড়েনি' বলে জানান তিনি৷
উল্লেখ্য, ন্যাটোর সদস্য জার্মানি সামরিক খাতে ব্যয় না বাড়ানোয় প্রায়ই সমালোচনার মুখে পড়ে৷ বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকবারই বিষয়টি তুলে ধরেছেন৷ নিয়ম অনুযায়ী, ন্যাটো সদস্যদের তাদের জিডিপির দুই শতাংশ সামরিক খাতে ব্যয় করার কথা৷ কিন্তু জার্মানি বর্তমানে করছে মাত্র ১ দশমিক ২ শতাংশ৷
বার্টেলসের প্রতিবেদনের আগে জার্মান গণমাধ্যমে প্রকাশিত অন্যান্য প্রতিবেদনেও সামরিক বাহিনীর দুরবস্থার বিষয়টি উঠে এসেছে৷ এতে বলা হয়, আগামী বছর জার্মানির যে ইউনিট ন্যাটোর দায়িত্ব পালন করবে, তাদের পর্যাপ্ত নিরাপত্তা ভেস্ট, শীতের পোশাক ও তাঁবুর অভাব রয়েছে৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)