1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান শিশুরা কেন কম সুখি?

৩ সেপ্টেম্বর ২০২০

শিল্পোন্নত অন্যান্য দেশের শিশুদের তুলনায় জার্মান শিশুরা কম সুখি৷ কেন? এর উত্তর বেরিয়ে এসেছে ইউনিসেফের করা এক সমীক্ষার ফলাফল থেকে৷ জার্মান মা-বাবার অতিরিক্ত উদ্বেগকেই এর কারণ হিসেবে বলা হচ্ছে৷ 

https://p.dw.com/p/3hwKX
Symbolbild | Schule Unterricht Schulklasse Schüler
ছবি: imago/photothek/F. Gaertner

জার্মানিতে শতকরা ৭৫ ভাগ ছেলে এবং মেয়ে তাদের জীবনযাত্রা নিয়ে সন্তুষ্ট৷ জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল ইউনিসেফের করা জরিপের ফলাফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার৷ শিশুদের সন্তুষ্টির হিসেব নেদারল্যান্ডসের বাচ্চাদের ক্ষেত্রে শতকরা ৯০ ভাগ এবং সুইজারল্যান্ডে ৮২ শতাংশ৷ ফ্রান্সে ৮০ শতাংশ শিশু তাদের জীবন নিয়ে সুখী, আর সবচেয়ে কম সুখী তুরস্কের শিশুরা৷ তুরস্কে মাত্র ৫৩ শতাংশ ছেলে-মেয়ে সন্তুষ্ট৷ জাপান এবং ইংল্যান্ডের শিশুদের অবস্থাও তুরস্কের মতোই৷

‘‘জার্মানিতে শতকরা ৭৫ ভাগ শিশু সন্তুষ্ট, এটা নিশ্চয়ই ভালো৷ তবে এটাকে অন্যভাবেও বলা যায়৷ যেমন প্রতি চারজনের একজন খুব সুখি নয়,’’ একথা বলেন জার্মানির ইউনিসেফের কোলন শাখার মুখপাত্র রুডি টারনেডেন৷ 

তবে অন্যান্য দেশের শিশুদের মা-বাবার তুলনায় জার্মান মা-বাবা একটু বেশি উদ্বিগ্ন এবং ভীতু৷ নিঃসন্দেহে যার প্রভাব শিশুদের ওপর পড়ে৷ বড়রা যদি সন্তুষ্ট থেকে আস্থা প্রকাশ করে তাহলে স্বাভাবিকভাবেই তা বাচ্চাদের মনোভাবে প্রতিফলিত হয়৷

এনএস/কেএম (ডিপিএ)