1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা সংকটে শিশুদের দারিদ্র্য বাড়ছে জার্মানিতে

২৪ জুলাই ২০২০

জার্মানির শিশু এবং তরুণদের এক পঞ্চমাংশ দারিদ্র্যের মধ্যে বাস করে৷ করোনা সংকট শিশুদের দারিদ্র্য আরো বাড়িয়ে তোলার হুমকি স্বরূপ- ব্যার্টেলসম্যান ফাউন্ডেশনের করা এক সমীক্ষায় প্রকাশ৷

https://p.dw.com/p/3frtg
Bildergalerie Weltkindertag ein neunjähriger Junge verdient sein Taschengeld durch Sammeln von Pfandflaschen in Deutschland
ছবি: picture-alliance/imageBROKER

জার্মানির অর্থনৈতিকউন্নতি সত্ত্বেও ২,৮ মিলিয়ন শিশু ও তরুণ ক্ষতিগ্রস্ত৷ সম্প্রতি গ্যুটার্সলো শহরে প্রকাশিত ব্যার্টেলসম্যান ফাউন্ডেশনের করা এক সমীক্ষায় এসব জানানো হয়৷  যেসব শিশুর মা-বাবা করোনা সংকটে চাকরি হারিয়েছেন বা খন্ডকালীন, স্বল্প আয়ের চাকরি কিংবা সরকারী ভাতায় সংসার চালান, তাদের শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ফাউন্ডেশন৷ জার্মানিতেসেসব শিশুকে দরিদ্র হিসেবে গণ্য করা হয়, যাদের মা-বাবার আয় মধ্যবিত্ত পরিবারের আয়ের ৬০ শতাংশের চেয়ে কম৷

করোনা সংকটে হোমস্কুলিং-এর ক্ষেত্রে দরিদ্র পরিবারের ২৪ শতাংশ শিশুরইন্টারনেট সুবিধা নেই , ১৩ শতাংশ শিশুর ফ্ল্যাটে নিরিবিলিতে পড়াশোনার জন্য পর্যাপ্ত জায়গাও নেই৷ তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে ফাউন্ডেশন৷ তবে জার্মান সরকারের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করেন পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র উলরিকে ডেমার৷

এনএস/এসিবি (কেএনএ, ইপিডি)