1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো এলাকা

১২ সেপ্টেম্বর ২০১২

ইউরো এলাকার স্থিতিশীলতার জন্য উদ্ধার তহবিল ইএসএম এবং বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে ‘ফিসক্যাল’ চুক্তিতে জার্মানির অংশগ্রহণ বৈধ কি না, বুধবার জার্মানির সাংবিধানিক আদালত সেবিষয়ে রায় দেবে৷

https://p.dw.com/p/166qP
ARCHIV - Aktenordner vor dem Bundesverfassungsgericht in Karlsruhe mit einer Klage gegen den europäischen Fiskalpakt und den Euro-Rettungsschirm ESM des CSU-Politiker Gauweiler, aufgenommen am 29.06.2012. Am Verfassungsgericht ist Beratungspause. Derzeit jedoch brüten die acht Richter des Zweiten Senats über einer der wichtigsten Entscheidungen der vergangenen Jahre: Ob Deutschland dem permanenten Euro-Rettungsschirm beitreten darf - dem Europäischen Stabilitätsmechanismus (ESM). Auch die neuen Maßnahmen dürften auf den Schreibtischen der Karlsruher Richter landen: In der vergangenen Woche reichte der CSU-Politiker Peter Gauweiler - einer der Kläger im Verfahren gegen den Rettungsschirm - einen Schriftsatz nach. Foto: Uli Deck dpa/lsw (zu dpa «Zentralbank und Euro-Rettung - der nächste Fall für Karlsruhe?» vom 05.08.2012) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

আদালতের রায়ের গুরুত্ব

জার্মানির সাংবিধানিক আদালতের রায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে ৫০,০০০ কোটি ইউরো অঙ্কের উদ্ধার তহবিল ইএসএম এবং বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে ‘ফিসক্যাল' চুক্তির ভবিষ্যৎ৷ মনে রাখতে হবে, ইউরো এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ জার্মানি৷ তারা এই দুই কাঠামোয় অংশ না নিতে পারলে সেগুলি অর্থহীন হয়ে উঠবে৷ তবে সবার আশা, আদালত এ ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি করবে না, শুধু প্রক্রিয়াগত কিছু প্রস্তাব, পরামর্শ বা নির্দেশ দেবে৷ এদিকে এই রায় স্থগিত করার উদ্যোগ সোমবার বাতিল করে দিয়েছে আদালত৷

সার্বিক অনিশ্চয়তার শেষ?

এই অবস্থায় বিভিন্ন পদক্ষেপ কার্যকর করার প্রক্রিয়ায় যে বিলম্ব ঘটছে, তার ফলে ইউরো এলাকার পরিস্থিতির আরও অবনতি ঘটছে বলে অনেকে আশঙ্কা করছেন৷ তবে এতকাল এ নিয়ে যে সংশয় ছিল, বিভিন্ন বাধা কাটার ফলে সেগুলি ক্রমশঃ দূর হচ্ছে৷ যেমন আগামী মাস, অর্থাৎ অক্টোবরের মধ্যেই ইউরো এলাকার উদ্ধার তহবিল ইএসএম চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে ইইউ৷ লুক্সেমবুর্গে ৮ই অক্টোবর ইউরো এলাকার অর্থমন্ত্রীদের সম্মেলনে ইএসএম উদ্বোধন করা হতে পারে বলে শোনা যাচ্ছে৷

Different Swedish bank notes and coins are seen in this undated photo. Swedish leaders will be watching closely when Euro coins and bills replace national currencies in a dozen other European countries in January, hoping a smooth transition will help ease Swedes' resistance to the common currency. (AP Photo/Sven-Erik Johansson)
আদালতের রায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে ৫০,০০০ কোটি ইউরো অঙ্কের উদ্ধার তহবিল এবং বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে ‘ফিসক্যাল' চুক্তির ভবিষ্যৎছবি: AP

ফলে ইসিবি'র বন্ড কেনার সিদ্ধান্ত, ইএসএম – এই সব পদক্ষেপগুলি একসঙ্গে সংকট কাটাতে সাহায্য করবে, এমনটাই আশা করা হচ্ছে৷ আরও কয়েকটি ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে৷ ইউরো এলাকায় ব্যাংকিং ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের নেতারা প্রথম পদক্ষেপের পরিকল্পনা প্রস্তুত করেছেন৷

ইসিবি'র নীতি নিয়ে বিতর্ক

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইউরো এলাকার স্থিতিশীলতার স্বার্থে প্রয়োজনে বন্ড কেনার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত নিয়ে সংশয় এখনো কাটেনি, যদিও তার মাত্রা বেশি নয়৷ যেমন জার্মানির সরকারি জোটের মধ্যে এ নিয়ে বেশ বিতর্ক ছিল৷ তবে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সোমবার সবার সম্মতি আদায় করেছেন৷ বন্ড কেনার জন্য অর্থের উর্দ্ধসীমা স্থির না করে অনির্দিষ্ট মাত্রায় বন্ড কেনার পথ খুলে দেওয়ায় জার্মানির বাজেটের উপর মারাত্মক চাপ পড়তে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিল৷ ইসিবি বলেছে, ফাটকাবাজি রুখতেই কোনো নির্দিষ্ট অঙ্ক স্থির করা হয় নি৷

Bundeskanzlerin Angela Merkel (CDU) unterhält sich am Dienstag (11.09.2012) im Bundestag in Berlin mit Bundeswirtschaftsminister Philipp Rösler (l, FDP) und Bundesaußenminister Guido Westerwelle (FDP). Das Parlament berät über den Haushalt für das kommende Jahr. Foto: Kay Nietfeld dpa
সবার আশা, আদালত এ ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি করবে না, শুধু প্রক্রিয়াগত কিছু প্রস্তাব, পরামর্শ বা নির্দেশ দেবেছবি: picture-alliance/dpa

অন্যদিকে এই সহায়তা নিতে হলে বেশ কড়া শর্ত মানতে হবে, যা অনেক দেশের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে৷ যেমন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখই সোমবার বলেছেন, ‘বেলআউট' যদি নিতেই হয়, তার বদলে ব্যয় সংকোচ করতে বা অবসর ভাতা কমাতে তিনি প্রস্তুত নন৷ তবে বাজেট ঘাটতি কমাতে তিনি বদ্ধপরিকর৷ কিন্তু সংকটের গোটা দায় তিনি মাদ্রিদে কেন্দ্রীয় সরকারের প্রধান হিসেবে কাঁধে তুলে নিতে চান না৷ রাজ্য সরকারগুলিকে ব্যয় কমানোর কড়া নির্দেশ দিয়েছেন রাখই৷

গ্রিসের পরিস্থিতি

গ্রিস'কেও শুক্রবারের মধ্যে বাজেট ঘাটতি আরও কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে৷ যে করেই হোক আগামী ২ বছরে প্রায় ১,১৫০ কোটি ইউরো বাড়তি অর্থের সাশ্রয় করার জন্য চাপ রয়েছে গ্রিসের সরকারের উপরে৷ জার্মান অর্থমন্ত্রী গ্রিসের সরকারের উদ্যোগের প্রশংসা করে বলেছেন, সে দেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখিয়েছে৷ তবে পরবর্তী কিস্তির আর্থিক সহায়তা পেতে হলে গ্রিসকে তার প্রতিশ্রুতি পালন করতে হবে বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি৷

এসবি / এসি (ডিপিএ, এএফপি, রয়টার্স)