1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস যোদ্ধাদের বিরুদ্ধে বিচার শুরুর প্রস্তুতি

১৯ ফেব্রুয়ারি ২০১৯

বিদেশে থাকা ইসলামিক স্টেটের জার্মান যোদ্ধাদের বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জার্মানি৷ তবে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের রয়েছে ভিন্ন মত৷

https://p.dw.com/p/3DeBP
Syrien IS-Kämpfer im Einsatz in al-Qaryatain
ছবি: picture-alliance/ZUMA Wire/Planet Pix

জার্মানির যেসব নাগরিক তথাকথিত ইসলামি জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেটে' যোগ দিয়েছে, তাদের মধ্যে ১৮ যোদ্ধার বিরুদ্ধেগ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জার্মানকর্তৃপক্ষ৷ সোমবার বেশ কিছু গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে৷ স্যুডডয়চে সাইটুং, এনডিআর এবং ডাব্লিউডিআর জানিয়েছে, সিরিয়া, ইরাক, তুরস্ক আর গ্রিসে এ পর্যন্ত ৬৩ জন জার্মান আইএস জঙ্গি ধরা পড়েছে৷ তবে শিশুসহ আটককৃতদের মোট সংখ্যা শতাধিক বলে জানিয়েছে গণমাধ্যমগুলো৷ বিদেশে বন্দি এই জার্মান আইএস যোদ্ধাদের বিরুদ্ধে জার্মানির ৩২টি আদালত বিচার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে৷

সিরিয়ায় কুর্দিদের হাতে বন্দি ইউরোপীয় জঙ্গিদের ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের দাবির পরই এমন পদক্ষেপ নিল জার্মানি৷ সোমবার জার্মান সরকারের মুখপাত্র স্টেফান সাইবার্ট জানিয়েছেন, ‘‘কীভাবে এই বন্দিদের ফেরত আনা হবে এবং তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া পরিচালিত হবে, এ বিষয়ে জার্মানি আরও তদন্ত করবে৷''

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব জার্মান আইএস যোদ্ধা বিদেশে রয়েছে, তাদের দেশে ফেরার সম্পূর্ণ অধিকার রয়েছে৷ তবে, পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন ভিন্ন কথা৷ তাঁর মতে, যুক্তরাষ্ট্রের এই দাবি বাস্তবায়ন করা বেশ কঠিন৷ কেননা এসব বন্দিদের তখনই দেশে ফেরত আনা যাবে যখন, দেশে ফেরা মাত্র তাদের গ্রপ্তার করা যাবে৷

অ্যালিস্টার ওয়ালশ/এপিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য