আইএস যোদ্ধাদের বিরুদ্ধে বিচার শুরুর প্রস্তুতি
১৯ ফেব্রুয়ারি ২০১৯জার্মানির যেসব নাগরিক তথাকথিত ইসলামি জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেটে' যোগ দিয়েছে, তাদের মধ্যে ১৮ যোদ্ধার বিরুদ্ধেগ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জার্মানকর্তৃপক্ষ৷ সোমবার বেশ কিছু গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে৷ স্যুডডয়চে সাইটুং, এনডিআর এবং ডাব্লিউডিআর জানিয়েছে, সিরিয়া, ইরাক, তুরস্ক আর গ্রিসে এ পর্যন্ত ৬৩ জন জার্মান আইএস জঙ্গি ধরা পড়েছে৷ তবে শিশুসহ আটককৃতদের মোট সংখ্যা শতাধিক বলে জানিয়েছে গণমাধ্যমগুলো৷ বিদেশে বন্দি এই জার্মান আইএস যোদ্ধাদের বিরুদ্ধে জার্মানির ৩২টি আদালত বিচার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে৷
সিরিয়ায় কুর্দিদের হাতে বন্দি ইউরোপীয় জঙ্গিদের ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের দাবির পরই এমন পদক্ষেপ নিল জার্মানি৷ সোমবার জার্মান সরকারের মুখপাত্র স্টেফান সাইবার্ট জানিয়েছেন, ‘‘কীভাবে এই বন্দিদের ফেরত আনা হবে এবং তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া পরিচালিত হবে, এ বিষয়ে জার্মানি আরও তদন্ত করবে৷''
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব জার্মান আইএস যোদ্ধা বিদেশে রয়েছে, তাদের দেশে ফেরার সম্পূর্ণ অধিকার রয়েছে৷ তবে, পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন ভিন্ন কথা৷ তাঁর মতে, যুক্তরাষ্ট্রের এই দাবি বাস্তবায়ন করা বেশ কঠিন৷ কেননা এসব বন্দিদের তখনই দেশে ফেরত আনা যাবে যখন, দেশে ফেরা মাত্র তাদের গ্রপ্তার করা যাবে৷
অ্যালিস্টার ওয়ালশ/এপিবি