‘৭০০ মানুষকে জিম্মি করেছে আইএস’
১৯ অক্টোবর ২০১৮এসব জিম্মির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নাগিরকও রয়েছে জানিয়ে তিনি বলেন, জঙ্গিরা এরইমধ্যে জিম্মিদের কয়েকজনকে হত্যা করেছে এবং আরো অনেককে হত্যার হুমকি দিয়েছে৷
কৃষ্ণ সাগরের তীরবর্তী অবকাশ নগরী সোচিতে বৃহস্পতিবার এক আলোচনায় পুটিন বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বাহিনী নিয়ন্ত্রিত ইউফ্রেটিস নদীর তীরবর্তী এলাকায় আইএস তাদের দখল বাড়াচ্ছে৷
জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য আইএস কী কী দাবি করছে তা নির্দিষ্ট করে বলেননি পুটিন৷
তিনি বলেন, ‘‘তারা আল্টিমেটাম দিয়েছে৷ সুনির্দিষ্ট কিছু দাবি তুলে হুঁশিয়ারি দিয়েছে যে, আল্টিমেটাম পূরণ না হলে তারা প্রতিদিন ১০ জন করে হত্যা করবে৷ গত পরশু তারা ১০ জনকে মেরে ফেলেছে৷’’
রুশ বার্তা সংস্থা তাস বুধবার এক প্রতিবেদনে বলেছে, আইএস জঙ্গিরা গত ১৩ অক্টোবর সিরিয়ার দেইর-আল জর প্রদেশে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ৭০০ জনের মতো ব্যক্তিকে ধরে নিয়ে গেছে৷
তারা ১৩০টির মতো পরিবারকে অপহরণ করে হাজিন শহরে নিয়ে যায়৷ সিরিয়ায় চলমান যুদ্ধের ওপর নজর রাখা ব্রিটেনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, অপহৃত পরিবারগুলোর বেশিরভাগই বিদেশি নারীদের এবং তাদের মধ্যে নিহত আইএস যোদ্ধাদের স্ত্রীরাও রয়েছে৷
তবে পুটিনের বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী৷ পেন্টাগনের মুখপাত্র শন রবার্টসন এক বিবৃতিতে বলেছেন, ‘‘গত সপ্তাহে দেইর-আল জরের কাছে একটি আইডিপি (অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ) শিবিরে হামলা হওয়ার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি৷ তবে প্রেসিডেন্ট পুটিন যে বিপুল সংখ্যক মানুষকে জিম্মি করার অভিযোগ করেছেন, সে বিষয়ে আমাদের কাছে তথ্য নেই এবং এর সত্যতা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে৷
‘‘ওই ক্যাম্পে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবস্থানের বিষয়েও আমরা অবগত ছিলাম না৷’’
এএইচ/এসিবি (রয়টার্স/এপি)