1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘৭০০ মানুষকে জিম্মি করেছে আইএস’

১৯ অক্টোবর ২০১৮

সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীগুলো নিয়ন্ত্রিত এলাকায় আইএস জঙ্গিরা প্রায় ৭০০ মানুষকে জিম্মি করেছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন জানিয়েছেন৷

https://p.dw.com/p/36oyE
ছবি: picture-alliance/AP Photo/A. Zemlianichenko

এসব জিম্মির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নাগিরকও রয়েছে জানিয়ে তিনি বলেন, জঙ্গিরা এরইমধ্যে জিম্মিদের কয়েকজনকে হত্যা করেছে এবং আরো অনেককে হত্যার হুমকি দিয়েছে৷

কৃষ্ণ সাগরের তীরবর্তী অবকাশ নগরী সোচিতে বৃহস্পতিবার এক আলোচনায় পুটিন বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বাহিনী নিয়ন্ত্রিত ইউফ্রেটিস নদীর তীরবর্তী এলাকায় আইএস তাদের দখল বাড়াচ্ছে

জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য আইএস কী কী দাবি করছে তা নির্দিষ্ট করে বলেননি পুটিন৷

তিনি বলেন, ‘‘তারা আল্টিমেটাম দিয়েছে৷ সুনির্দিষ্ট কিছু দাবি তুলে হুঁশিয়ারি দিয়েছে যে, আল্টিমেটাম পূরণ না হলে তারা প্রতিদিন ১০ জন করে হত্যা করবে৷ গত পরশু তারা ১০ জনকে মেরে ফেলেছে৷’’

রুশ বার্তা সংস্থা তাস বুধবার এক প্রতিবেদনে বলেছে, আইএস জঙ্গিরা গত ১৩ অক্টোবর সিরিয়ার দেইর-আল জর প্রদেশে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ৭০০ জনের মতো ব্যক্তিকে ধরে নিয়ে গেছে৷

তারা ১৩০টির মতো পরিবারকে অপহরণ করে হাজিন শহরে নিয়ে যায়৷ সিরিয়ায় চলমান যুদ্ধের ওপর নজর রাখা ব্রিটেনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, অপহৃত পরিবারগুলোর বেশিরভাগই বিদেশি নারীদের এবং তাদের মধ্যে নিহত আইএস যোদ্ধাদের স্ত্রীরাও রয়েছে৷

তবে পুটিনের বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী৷ পেন্টাগনের মুখপাত্র শন রবার্টসন এক বিবৃতিতে বলেছেন, ‘‘গত সপ্তাহে দেইর-আল জরের কাছে একটি আইডিপি (অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ) শিবিরে হামলা হওয়ার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি৷ তবে প্রেসিডেন্ট পুটিন যে বিপুল সংখ্যক মানুষকে জিম্মি করার অভিযোগ করেছেন, সে বিষয়ে আমাদের কাছে তথ্য নেই এবং এর সত্যতা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে৷

‘‘ওই ক্যাম্পে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবস্থানের বিষয়েও আমরা অবগত ছিলাম না৷’’

এএইচ/এসিবি (রয়টার্স/এপি)