1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ‘আইএস'-পত্নীর ৫ বছরের কারাদণ্ড

৫ জুলাই ২০১৯

জার্মান নারী জাবিনে সিরিয়া ও ইরাকে পাড়ি দিয়েছিলেন আইএস-এর কোনো যোদ্ধাকে বিয়ে করতে৷ নিজের দুই সন্তানকে বার্লিনে ফেলে চরমপন্থি আদর্শের পথে পা বাড়ান তিনি৷

https://p.dw.com/p/3Lefm
Deutschland Stuttgart Prozess gegen mutmaßliche IS-Rückkehrerin
ছবি: picture-alliance/dpa/M. Murat

শুক্রবার চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট বা ‘আইএস'-এর সদস্য হবার অপরাধে ৩২ বছর বয়সি জার্মান নারীর পাঁচ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল জার্মানির একটি আদালত৷

ইসলাম ধর্ম গ্রহণ করবার পর ২০১৩ সালের শেষের দিকে সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন জাবিনে৷ ২০১৭ সাল পর্যন্ত ইরাকে ইসলামিক স্টেট-এর সাথেই ছিলেন তিনি৷

সে-বছর কুর্দি সেনার হাতে ধরা পড়লে তাকে জার্মানিতে ফেরত পাঠাবার প্রক্রিয়া শুরু হয়৷

২০১৮ সালে তিনি ফিরে এলে তাকে গ্রেপ্তার করা হয় ও স্টুটগার্ট শহরের একটি আদালতে আরম্ভ হয় বিচারপ্রক্রিয়া৷

সিরিয়ায় গিয়ে যে আইএস-যোদ্ধাকে বিয়ে করেন জাবিনে, তিনি যুদ্ধক্ষেত্রে মারা গেছেন বলে আদালতে জানিয়েছেন তিনি৷

ব্লগে সোচ্চার ‘আইএস'-পত্নী

জাবিনের মতে, ইসলামিক স্টেটের প্রতি তার আকর্ষণের মূল কারণ ছিল শরিয়া আইন, যার প্রতি নিষ্ঠার ফলেই বার্লিনে দুই সন্তানকে রেখে আগে ইসলাম ধর্মগ্রহণ ও পরে দেশত্যাগ করেন তিনি৷

কিন্তু আইএস-এর হয়ে যুদ্ধে নামার ইচ্ছা তার কখনোই ছিলনা বলেও জানান তিনি৷

সরকারপক্ষের আইনজীবীদের মতে, সিরিয়া ও ইরাকে থাকাকালীন অস্ত্রচালনায় প্রশিক্ষণ নিয়েছিলেন জাবিনে৷

বার্লিনে থাকার সময়েই নানা ব্লগের মাধ্যমে ইসলামী চরমপন্থি বার্তা ছড়াতেন জাবিনে৷ তার এই কার্যকলাপ তিনি দেশ ছাড়ার পরেও চালিয়ে যান৷

তবে আদালতকে জাবিনে জানিয়েছেন, একসময় তিনি ইসলামিক স্টেট ছেড়ে দিয়েছিলেন৷

এসএস/এসিবি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য