জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ
১২ মার্চ ২০১১নিহত সহস্রাধিক
সুনামির আঘাতে সেখানে এ পর্যন্ত অন্তত ১ হাজার মানুষ নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে৷ তবে এ সংখ্যা আরও বাড়তে পারে৷ টোকিওতে বাংলাদেশ দূতাবাস ডয়চে ভেলেকে জানিয়েছে, এখনো পর্যন্ত কোন বাংলাদেশি আহত বা নিহত হবার খবর তারা পাননি৷
ফুকুশিমায় বিস্ফোরণ
জাপানি কর্মকর্তারা আশঙ্কা করছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের এই বিস্ফোরণের ফলে ক্ষতিকারক তেজস্ক্রিয় দ্রব্যাদী অন্যত্র ছড়িয়ে পড়তে পারে৷ সেখানে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলে জানা গেছে৷ তীব্র ভূমিকম্পের ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ফুকুশিমা এক এবং ফুকুশিমা দুই নামক আণবিক চুল্লি দু'টির শীতল করার প্ল্যান্ট খারাপ হয়ে যায় গতকালই৷ ফলে দু'টি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়৷ প্রচণ্ড শব্দে স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে জাপানি সরকারি টেলিভিশন এনএইচকে৷ এই বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি এই বিস্ফোরণের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে৷
কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার ঐ দুই কেন্দ্রের মধ্যে এক নম্বরটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে৷ রাজধানী টোকিও থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই কেন্দ্রের আশেপাশের ১০ কিলোমিটার এলাকা থেকে সকল মানুষকে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে উদ্ধারকারীরা৷ দেশটির অগ্নিনির্বাপক দলের একটি বিশেষ ইউনিট কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণ করতে কাজ করছে৷
জনগণের প্রতি অনুরোধ
টেলিভিশনের সংবাদে ১০ কিলোমিটার বিশেষ নিরাপত্তা এলাকার বাইরের মানুষদের প্রতি আহ্বান জানিয়ে উদ্ধারকারী দল না আসা পর্যন্ত ঘরের দরজা বন্ধ রাখতে বলা হয়েছে৷ অনুরোধ জানানো হয়েছে এয়ারকন্ডিশান মেশিন না চালানোর এবং কলের পানি না পান করার জন্য৷ ফুকুশিমায় প্রায় ৩ কোটি মানুষের বাস৷ কিয়োদো সংবাদ সংস্থার বিবরণ অনুযায়ী ফুকুশিমা এক'এর নিয়ন্ত্রণকক্ষে সাধারণের চেয়ে একহাজার গুণ বেশি তেজস্ক্রিয়তা মাপা হয়েছে৷
সাহায্যের প্রতিশ্রুতি
এদিকে, ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামির আঘাতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাগুলো৷ এ অবস্থায় সেখানে আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে উদ্ধার প্রক্রিয়া শুরু করতে চাইছে সে দেশের সরকার৷ ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই জাপানকে সব ধরণের সহায়তা দেবার প্রতিশ্রুতির কথা জানিয়েছে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জাপানিদের উদ্দেশ্যে বলেছেন, আমরা আপনাদের বলতে চাই, এই দুঃসময়ে জার্মানি আপনাদের পাশে আছে৷ জাতিসংঘ জাপানকে উদ্ধারকার্যে সহায়তার প্রতিশ্রুতির কথা জানিয়েছে৷
কোন বাংলাদেশি হতাহতের খবর নেই
এদিকে, জাপানে বাংলাদেশিরা কেমন আছেন- এ সম্পর্কে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূইয়া ডয়চে ভেলেকে জানিয়েছেন, গতকাল টেলিযোগাযোগে সমস্যা সৃষ্টি হয়৷ আজ সব দিক থেকে খবর নেয়া হচ্ছে৷ তবে এখনো পর্যন্ত সুনামিতে কোন বাংলাদেশি হতাহতের খবর আসেনি৷ দূতাবাস সকলের খোঁজ নিতে কাজ চালিয়ে যাচ্ছে৷ তিনি জানিয়েছেন, যে এলাকায় পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে, সেখানে বাংলাদেশি আছেন৷ সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল৷ কিন্তু বাংলাদেশি কোন নাগরিক আহত বা নিহত হবার কোন সংবাদ পুলিশ জানাতে পারেনি৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই