জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
৭ জানুয়ারি ২০২৪সারা দেশে বিভিন্ন ভোট কেন্দ্রে বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত গড়ে সাড়ে ১৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তিনি সাংবাদিকদের বলেছেন, ঢাকা বিভাগের আসনগুলোতে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ১৭ শতাংশ ভোট পড়েছে। চট্টগ্রাম বিভাগে ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ, বরিশালে ২২ শতাংশ, খুলনায় ২১ শতাংশ, রাজশাহীতে ১৭ শতাংশ ও ময়মনসিংহে ২০ শতাংশ ভোট পড়ে।
কুমিল্লার চান্দিনায় কিছু কেন্দ্রে আগে থেকেই নৌকায় সিল মেরে রাখার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কুমিল্লা ৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু অভিযোগ করেন, নবাবপুর স্কুলে নৌকার সিল মারা ব্যালট পাওয়া গেছে।
চান্দিনার বিভিন্ন কেন্দ্র থেকে তার নির্বাচনী মার্কা ঈগলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রশাসন কোন কথা শুনছে না বলেও জানান টিটু।
রাজধানীর হাজারীবাগের একটি ভোটকেন্দ্রের সামনে সকালে ককটেল বিস্ফোরণে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। এখানে ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটগ্রহণ চলছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের নাম জানা যায়নি।
ঢাকা-১৭ আসনের রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্রে বিদেশি পর্যবেক্ষক গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির প্রেসিডেন্ট এলি এম গোল্ড আসার আগে তৈরি হয়ে গেল ভোটারের দীর্ঘ সারি। সেই পর্যবেক্ষক চলে যাওয়ার পরই কেন্দ্রটি প্রায় ফাঁকা হয়ে যায়।
এলি এম গোল্ড চলে যাওয়ার পরপরই বনানী মডেল স্কুলে ভোটারের দীর্ঘ সাড়ি প্রায় ফাঁকা হয়ে যায়। লাইনে দাঁড়ানো নারীরা দল বেধে কেন্দ্রের বাইরে চলে যান।
নির্বাচন যেন সুষ্ঠু হয়: প্রধানমন্ত্রী
সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা৷ সকাল ৮টার একটু আগেই প্রধানমন্ত্রী সিটি কলেজ প্রাঙ্গণে গিয়ে পৌঁছান৷ তার সঙ্গে ছিলেন ঢাকা-১০ আসনের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ৷ শেখ হাসিনার সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব ছিলেন৷ সময় শুরুর পরই প্রধানমন্ত্রী ভোটকক্ষে প্রবেশ করেন৷ তারপর তিনি ভোট দেন৷ টেলিভিশন চ্যানেলগুলো প্রধানমন্ত্রীর ভোট দেওয়া ও বক্তব্য সরাসরি সম্প্রচার করে৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘জনগণ যাকে খুশি ভোট দিক, কিন্তু নির্বাচন যেন সুষ্ঠু হয়, এটাই আমরা চাই৷ দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘অনেক বাধা-বিপত্তি ছিল৷ দেশের মানুষ যে ভোটাধিকার সম্পর্কে সচেতন হয়েছে এবং নির্বাচন যে একান্তভাবে জরুরি, কারণ পাঁচ বছর পর একটা নতুন সরকার আসবে, জনগণ তার ইচ্ছামতো ভোট দেবে৷ আর সেই ভোট দেওয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি৷''
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আমি আবারও বলব আপনারা সবাই ভোট দিতে আসবেন৷ আপনাদের ভোট অত্যন্ত মূল্যবান ভোট৷ এই ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি৷ আমরা জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে পেরেছি৷'' নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাকে গ্রহণযোগ্যতা প্রমাণ করতে হবে৷ কিন্তু কার কাছে? একটি সন্ত্রাসী সংগঠনের কাছে? না৷ আমাকে জবাবদিহি করতে হবে জনগণের কাছে৷ জনগণ এটি গ্রহণ করবে কি, করবে না, সেটা গুরুত্বপূর্ণ৷''
ঢাকা-১৮ আসনের ৩ কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরুর প্রথম ২০ মিনিটে দুটি কেন্দ্রে লাঙ্গল প্রতীকের কোনো এজেন্ট আসেনি৷
জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া আওয়ামী লীগেরএকমাত্র আসন ঢাকা-১৮ তে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাপার চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের৷ এই আসনে মোট ভোটকেন্দ্র ৫৪টি৷
সিইসি'র বক্তব্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটারের উপস্থিতি কম নাকি বেশি সেগুলো আমি কিছুই জানি না৷ আমি এসে আমার ভোটটা দিয়ে গেছি, এতটুকুই জানি৷''
সকালে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন৷
গণমাধ্যমকর্মীদের ভোটের চিত্র তুলে ধরার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘‘আমি আপনাদের অনুরোধ করব, ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়৷ ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়৷''
চলমান সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কম এমন শঙ্কা করছেন কি না জানতে চাইলে হাবিবুল আউয়াল বলেন, ‘‘আমি ওগুলো নিয়ে কোনো চিন্তা-ভাবনা করিনি৷ আমার কাজটা ভোটটা আয়োজন করা৷ কে ভোট দিতে আসবেন, কে আসবেন না, সহিংসতা হবে কি হবে না; সহিংসতার ব্যাপারটা আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে৷''
ভোট বাতিল
অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে৷ বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (কেন্দ্র নম্বর- ১৩৪) ব্যালটের ১২টি বইয়ে আগে থেকেই নৌকা প্রতীকের সিল দেওয়া ছিল৷ এটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে৷ নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন৷
এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন৷ তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু৷ স্থানীয়রা জানায়, শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী জোর করে ১২টি বইয়ে নৌকার সিল মারেন৷ সেটি দেখতে পেয়ে লোকজন বিক্ষুব্ধ হয় ও প্রশাসনকে জানায়৷ পরে প্রশাসনের লোকজন এসে ঘটনার সত্যতা পায়৷
ভোটগ্রহণ বন্ধ
ব্যালট বাক্স ভাঙচুর, ব্যালটে জোর করে সিল দেওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।
সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন৷ যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন৷ এ ছাড়া সারা দেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন৷
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন স্থানীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক৷ এ ছাড়া দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক থাকছেন৷ এদের মধ্যে রয়েছেন বিদেশি গণমাধ্যমকর্মীও৷
এপিবি/আরকেসি (দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার)