জাতিসংঘের দূত
৯ ডিসেম্বর ২০১৩ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও নিজেদের মধ্যে বৈঠক করছেন৷ এই পর্যায়ে সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর তারানকো সমঝোতার ব্যাপারে আশাবাদীও হয়ে উঠেছেন৷
রবিবার প্রথম দফা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো৷ সোমবার দ্বিতীয় দফা বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলগুলোর ছাড় দেয়ার মানসিকতা থাকলে বর্তমান সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব৷ নির্বাচন কমিশন তারানকোকে বলেছে যদি রাজনৈতিক সমঝোতা হয় তাহলে তারাও নির্বাচনের তফশিল পরিবর্তন করতে পারবেন৷ তবে এজন্য সময় হাতে খুব কম৷ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন পিছিয়ে সমঝোতার চেষ্টা নয়, সমঝোতা হলে নির্বাচন পেছানো যাবে৷
তারানকো ঢাকায় আসেন শুক্রবার রাতে৷ এরপর শনি ও রবিবার তিনি প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন৷ প্রধান দুই দলের অন্যান্য নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি৷ এমনকি নেতাদের সঙ্গে একাধিক অনির্ধারিত বৈঠকও করেছেন তিনি৷
এসব বৈঠকে তারানকো সংকটের মূল কোথায় এবং সাংবিধানিক কাঠামোর মধ্যে তা সমাধানের সুযোগ আছে কিনা তা জানার চেষ্টা করেছেন৷ জানা গেছে, তারানকো যে বিষয়টি এখন বুঝতে পেরেছেন তা হলো নির্বাচনকালীন সরকারের প্রধান একজন নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তি হলেই সব দল নির্বাচনে আসবে৷ আর এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কয়েকদফা আলোচনা করে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চালান তিনি৷
নির্বাচন কমিশনের অবস্থানও বোঝার চেষ্টা করছেন তারানকো৷ তাই দ্বিতীয় দফা বৈঠকে তিনি কিছুটা আশাবাদী হয়ে উঠেছেন৷ কারণ নির্বাচন কমিশন রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে নির্বাচনের তফশিল পরিবর্তনে রাজি৷ তবে সেই সমঝোতা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বরের মধ্যে না হলে নির্বাচনের তফশিল পরিবর্তন কঠিন হবে৷
তবে তারানকো আশাবাদী হলেও মূল জায়গায় বিরোধ এখনো রয়ে গেছে৷ আওয়ামী লীগ সংবিধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে অনড় রয়েছে৷ আর বিএনপি শেখ হাসিনাকে বাদ দেয়া ছাড়া নির্বাচনে যেতে রাজি হচ্ছে না৷ এই অবস্থায় আরো কি বিকল্প আছে তা নিয়েও কথা হচ্ছে৷ জানা গেছে নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা কমিয়ে অন্য কোনো উপায়ে নির্বাচন করা যায় কিনা তাও আলোচনায় আছে৷
এদিকে বিএনপি, জাতীয় পার্টি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আগে একতরফা নির্বাচন বন্ধ করে তারপর সংকট নিরসনে আলাপ আলোচনার কথা বললেও তাতে সায় নেই আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের৷
সুশাসনের জন্য নাগরিক সুজন-এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, তিনিও মনে করেন প্রধান দুই রাজনৈতিক দল যদি কিছুটা ছাড় দেয় তাহলে সংকটের সমাধান সম্ভব৷ তবে তিনি মনে করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ছাড় দেয়ার মানসিকতা তৈরি হয়েছে বলে তার মনে হয় না৷ তারানকোর সঙ্গে বদিউল আলম মজুমদারের বৈঠক হয়েছে৷ তাতে তিনি বুঝতে পেরেছেন জাতিসংঘ আন্তরিকভাবে বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাধান চাইছে৷ তাদের লক্ষ্য হলো আলাপ-আলোচনার মাধ্যমে একটি পথ বের করা৷ আর এজন্য তারানকো একই বিষয় নিয়ে একই ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার কথা বলছেন৷ বদিউল আলম মজুমদারের মতে, তারানকো মূলত তাঁর সফরে একটি বহুপক্ষীয় সংলাপ চালাচ্ছেন৷ তিনি সবার সঙ্গে কথা বলে দূরত্ব কমিয়ে এনে হয়তো তাঁর কোনো প্রস্তাব দিতে পারেন৷
এদিকে তারানকো নিজে কূটনীতিকিদের সঙ্গে ফাঁকে ফাঁকে বৈঠক করছেন৷ আবার বিদেশি কূটনীতিকরা নিজেদের মধ্যেও বারবার বৈঠক করছেন৷ এই বৈঠক হচ্ছে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক৷ কূটনীতিকরা তারানকোর আপ্রাণ চেষ্টাকে সাইডলাইন থেকে সফল করার জন্য কাজ করছেন বলে জানা গেছে৷
মঙ্গলবার তারানকোর বাংলাদেশ সফর শেষ হবে৷ বাংলাদেশ ছাড়ার আগে তিনি সংবাদ সম্মেলনে তাঁর মতামত তুলে ধরবেন৷ জানা গেছে বাংলাদেশে অবস্থানের শেষ সময় পর্যন্ত তারানকো রাজনৈতিক সংকট নিরসনে তাঁর চেষ্টা অব্যাহত রাখবেন৷
এদিকে বিএনপির নেতৃত্বে বিরোধী ১৮ দলীয় জোট অবরোধ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে৷ মঙ্গলবার সকালে এই অবেরোধ শেষ হওয়ার কথা ছিল৷ বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় অবরোধ বাড়ানোর ঘোষণা দেন৷