জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতির মুখে দক্ষিণ এশিয়া
২০ অক্টোবর ২০১০১৭০ টি দেশের উপর পরিচালিত সমীক্ষায় পাওয়া গেছে এই চিত্র৷ ব্রিটিশ প্রতিষ্ঠান মেপলক্রফ্ট ‘জলবায়ু পরিবর্তন ঝুঁকি সূচক' শীর্ষক সমীক্ষাটি প্রকাশ করেছে বুধবার৷ সমীক্ষাটিতে ১৬টি দেশের তালিকা করা হয়েছে, যেগুলো আগামী ৩০ বছরের মধ্যে জলবায়ু পরিবর্তনের ফলে ‘চরম' ঝুঁকির মধ্যে পড়বে৷ এই ১৬টি দেশের মধ্যে পাঁচটি দেশই দক্ষিণ এশিয়ার৷ মূলত বন্যা, খরা, ঝড় এবং সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলেই মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে এসব দেশ৷ এর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে যাওয়ার কারণ হচ্ছে – এটি একদিকে সর্বোচ্চ খরা এবং অন্যদিকে সবচেয়ে বেশি দুর্ভিক্ষের ঝুঁকির মুখে পড়বে৷
এই সমীক্ষা অনুযায়ী, ‘উচ্চ' ঝুঁকির মুখে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ৪৯তম অবস্থানে চীন, ৮১তম অবস্থানে ব্রাজিল এবং ৮৬তম অবস্থানে জাপান৷ এছাড়া ‘মধ্যম' ঝুঁকির মধ্যে থাকা দেশসমূহের তালিকায় রয়েছে ১১৭তম অবস্থানে রাশিয়া, ১২৯তম অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র, ১৩১তম অবস্থানে জার্মানি, ১৩৩তম অবস্থানে ফ্রান্স এবং ১৩৮তম অবস্থানে যুক্তরাজ্য৷ ‘সবচেয়ে কম' ঝুঁকির মধ্যে থাকা ১১টি দেশের তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে৷ এই তালিকায় নেদারল্যান্ডস ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো রয়েছে যারা ইতিমধ্যে তাদের নিম্নাঞ্চলকে বাঁচাতে যথেষ্ট প্রস্তুতিমূলক পদক্ষেপ নিয়েছে৷
মেপলক্রফ্ট এর পরিবেশ বিশ্লেষক আনা মস বলেন, ‘‘এ ব্যাপারে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে যে, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা এবং হার দু'টোই বাড়ছে৷'' তিনি আরো বলেন, ‘‘অতি সামান্য পরিমাণ তাপমাত্রা বৃদ্ধিই মানব পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে৷ এর ফলে পানির অভাব, শস্য উৎপাদন হ্রাস, রোগ-বালাই বৃদ্ধি এবং সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে ভূমি হ্রাসের মতো ঘটনা ঘটতে পারে৷''
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সঞ্জীব বর্মন