1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২১০ কোটি টাকার তহবিল পাচ্ছে বাংলাদেশ

৩ আগস্ট ২০১০

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে আগামী বছর আর্থিক অনুদান পাবে বাংলাদেশ৷ ঢাকায় আয়োজিত এক সেমিনারে জলবায়ু পরিবর্তন রোধে উন্নত দেশগুলোকে এখনি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ৷

https://p.dw.com/p/Ob7g
জলবায়ু পরিবর্তনের ফলে প্রায়ই ঝড়, বৃষ্টি, বন্যার কবলে বাংলাদেশছবি: Sophie Tarr

বিশ্বে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর আগ্রাসী শিল্পায়ন, এই মত বহু বিশেষজ্ঞের৷ অথচ এই জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি খেসারত দেয় বাংলাদেশের মত দরিদ্র দেশগুলো৷ এসব দেশে বেড়ে যাচ্ছে বন্যা, খরা, ঝড়-ঝঞ্জা, নদীর ভাঙন৷ তাই ঢাকায় আয়োজিত সেমিনারে জলবায়ু পরিবর্তন রোধে উন্নত দেশগুলোকে এখনি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ৷

তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আগামী বছর ২১০ কোটি টাকা আর্থিক অনুদান পাবে বাংলাদেশ৷ যৌথভাবে এই অর্থ ব্যয় করবে সরকার এবং এনজিওগুলো৷ আর বাংলাদেশের জন্য ১১০ মিলিয়ন ডলারের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলেন্স ফান্ডও গঠন করা হচ্ছে৷

মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ৷ তবে এসব উদ্যোগের পাশাপাশি জলবায়ু পরিবর্তন সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করার আহ্বানও জানিয়েছেন সেমিনারের বক্তারা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক