জলবায়ু সম্মেলনে সাফল্য
১৪ ডিসেম্বর ২০১৫‘নেই মামার চেয়ে কানা মামা ভালো' – এ কথা বিশ্বাস করলে প্যারিস সম্মেলনকে সফল বলতেই হয়৷ মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ এই সাফল্যকে সামনে রেখে উচ্ছ্বাস দেখাচ্ছে৷
অন্যদিকে সমালোচকদের মতে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পরিবেশ সংরক্ষণের জন্য যতটা উদ্যোগ নেওয়া উচিত, সেই সদিচ্ছা এখনো দেখা যাচ্ছে না৷
জাতিসংঘ প্যারিস সম্মেলনের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেছে৷
ওয়ার্লড ইকোনমিক ফোরাম আবার মনে করিয়ে দিয়েছে, যে বিশ্বের ১০ শতাংশ ধনীরাই জলবায়ু পরিবর্তনের জন্য মূলত দায়ী৷
জলবায়ু পরিবর্তন একটি পরিবারের তিন প্রজন্মের উপর কী প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছে জাতিসংঘের শিশু কল্যাণ সংস্থা ইউনিসেফ৷
এক ঝলকে আন্তর্জাতিক প্রতিক্রিয়া –
গুগল কোম্পানির প্রধান এরিক স্মিট প্যারিস সম্মেলনের ফলাফলকে স্বাগত জানিয়েছেন৷
ড. মুহাম্মদ ইউনূস মনে করেন, পৃথিবীর সব নাগরিককেই পরিবেশ সংরক্ষণের দায়িত্ব পালন করতে এগিয়ে আসতে হবে৷
কি বন্ধুরা, আপনার কী মত? জলবায়ু চুক্তি কি পৃথিবী বাঁচানোর জন্য যথেষ্ট? জানান নীচের ঘরে৷
সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ