অগণতান্ত্রিক পরিস্থিতির আশঙ্কা
৩০ নভেম্বর ২০১২সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বদলে সরকারি ও বিরোধী দল এখন মুখোমুখি অবস্থানে৷ একদিকে বিরোধী দল অবরোধ ঘোষণা ও লাগাতার হরতালের হুমকি দিয়েছে, অন্যদিকে সরকার চায় তাদের অধীনেই নির্বাচন৷ এমন অবস্থায় আবারো আলোচনায় জরুরি অবস্থা জারির মত অগণতান্ত্রিক পরিস্থিতির আশঙ্কা দেখা যাচ্ছে৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল অবশ্য মনে করেন, প্রধান দু'টি রাজনৈতিক দল যদি কোন মীমাংসায় আসতে না পারে তাহলে জরুরি অবস্থা জারি হলে অবাক হওয়ার কিছু নেই৷ তিনি বলেন, অতীতেও এই বড় দুই দলের সংঘাতের কারণেই ওয়ান ইলেভেনের মত সরকার এসেছে৷
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান অবশ্য বলেছেন, তারা শান্তপূর্ণভাবেই সব কর্মসূচি পালন করতে চান৷ তবে সরকার বাধা দিলে ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হতে পারে৷
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিরোধী দলের এসব আন্দোলনকে বড় করে দেখছে না৷ দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরার আর কোন সুযোগ নেই৷
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, বড় দুই দলকে একটা সমঝোতায় আসতেই হবে৷ তবে তাঁর মতে, সংস্কৃতি হলো একটা সংঘাতের পর তারা আবার সমঝোতায় আসেন৷ এবার সংঘাতের আগেই শান্তিপূর্ণভাবে সমাধান হবে বলে মনে করেন তিনি৷