1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনপ্রতিনিধিদের গ্রহণযোগ্যতার নবায়ন দরকার

জাহিদুল হক১৩ জুন ২০১৩

আগামী শনিবার রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন৷ তাই শহরগুলোর রাজনীতির মাঠ খুব গরম৷ তার রেশ পাওয়া যাচ্ছে ফেসবুক আর ব্লগেও৷

https://p.dw.com/p/18ooT
ছবি: AP

সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রার্থীরা তরুণ ভোটারদের আকৃষ্ট করতে ফেসবুককে কাজে লাগাচ্ছেন৷ তাঁদের হয়ে সেখানে প্রচারণা চালাচ্ছেন সমর্থকরাও৷

সাধারণ ফেসবুক ব্যবহারকারী, যাঁরা ঐসব এলাকার ভোটার নন তারাও নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন৷ যেমন ঢাকায় বসবাসকারী আরিফ আর হোসেন নির্বাচিত জনপ্রতিনিধিদের গ্রহণযোগ্যতা নবায়নের ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছেন৷ তিনি বলছেন, ভোটের আগে প্রার্থীরা ভোটারদের সঙ্গে যেমন ভালো ব্যবহার করেন সেটা ভোটের পরে দেখা যায় না৷ কিন্তু যদি প্রতি বছর নির্বাচিতদের জনপ্রিয়তা যাচাই করার ব্যবস্থা করা যায় তাহলে হয়ত অবস্থার উন্নতি হতে পারে৷ তাঁর কথায়, ‘‘...আমাদের তো প্রতি বছর ‘ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট রিনিউ করতে হয়'...‘গাড়ির ফিটনেস রিনিউ করতে হয়'; তবে কি জনপ্রতিনিধিদেরও ফিটনেস/গ্রহণযোগ্যতা রিনিউ করার ব্যবস্থা থাকা উচিত না?''

ফেসবুকে এই স্ট্যাটাসটি দেয়ার চার ঘণ্টার মধ্যে পাঁচ হাজারেরও বেশি ‘লাইক' পড়েছে, শেয়ার হয়েছে ১৩০ বার৷ এছাড়া মন্তব্য হয়েছে ২৬৪টি৷

বেশিরভাগ মন্তব্যকারী প্রস্তাবটিতে সমর্থন জানিয়েছেন৷ কেউ কেউ বলেছেন এটা একটা স্বপ্ন, যা স্বপ্নই থেকে যাবে৷

জিএম শুভ'র মন্তব্য, ‘‘দুর্লভ জিনিস সুলভ হয় নির্বাচনের সময়৷'' ইশরাত সাবরিনা ইলা'র মন্তব্য, ‘‘আসলেই প্রতি বছর রিনিউ করা উচিত!!!!! তাহলে মন্ত্রী, এমপি, নেতারা এত বাড় বাড়তো না...''

তবে দাউদ হাসান লিখেছেন, ‘‘প্রতি বছর জনপ্রিয়তা যাচাই নয়, বরং আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের রাজনীতিবিদদের মসনদে থাকা অবস্থায় যে অসীম ক্ষমতা দেয়, সেটার উপর লাগাম পরাতে হবে৷ এর জন্য দরকার বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা আর সাংবিধানিক প্রক্রিয়া এমনভাবে সেট-আপ করা যাতে রাজনীতিবিদদের প্রতিটা কাজে জবাবদিহি করতে হয়৷''

এদিকে, মোহাম্মদ ইমরান খান ইমন আরিফ আর হোসেনের প্রতি একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন৷ তিনি বলছেন,‘‘আচ্ছা বিএনপি, লীগ যারা ক্ষমতায় যায় তারা সবাই খারাপ তাহলে প্রতি ৫ বছর পরপর আমরা কেন তাদেরকে ভোট দেই? কেন আমাদের ফেসবুক প্রোফাইলে পলিটিকস ‘হেট' দেয়া? আমরা কেন সরকারি আমলা হইনা? আমরা কেন রাজনীতিতে অংশগ্রহণ করিনা?...আমরা যদি এগিয়ে না আসি তবে বারবার আল্লাহর মাল আল্লায় নিয়ে যাবে, মানুষের ধাক্কায় দেয়াল ধসে পড়বে, মন্দির পুড়বে, মসজিদ পুড়বে, কুরআন পুড়বে, বিশ্বজিত্‍রা মরে পড়ে থাকবে, যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা উড়বে, সতেরো মাসের বাচ্চা ধর্ষিত হবে...হতেই থাকবে...৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য